Advertisement
Advertisement
আরএসএস

RSS নেতাদের খুনের ছক কষছে জঙ্গিরা! চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রীয় গোয়েন্দাদের

সন্ত্রাসবাদীদের নজর রয়েছে এই সংগঠনের দপ্তরগুলির উপরেও।

Global terror outfits planning to attack RSS offices, leaders
Published by: Soumya Mukherjee
  • Posted:February 10, 2020 7:09 pm
  • Updated:February 10, 2020 7:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে থাকা আরএসএসের দপ্তর ও তাদের নেতাদের খুন করার পরিকল্পনা নিয়েছে জঙ্গি সংগঠনগুলি। এর জন্য যানবাহনে বোমা লাগিয়ে তা বিস্ফোরণের ছক করছে তারা। সম্প্রতি এমনই তথ্য পাওয়া গিয়েছে কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো (IB)’র তরফে।

ফেব্রুয়ারি মাসের প্রথমে IB’ র তরফে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। তাতে উল্লেখ করা হয়েছে যে বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা কয়েকটি জঙ্গি সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপরে আক্রমণ চালাতে চাইছে। দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর দপ্তরগুলি ও তাদের নেতাদের খুন করার পরিকল্পনা নিয়েছে। নজরে রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশনও।

Advertisement

[আরও পড়ুন: আর্থিক মন্দা হলে লোকে পোশাক কিনছে কী করে? আজব যুক্তি বিজেপি সাংসদের]

 

Advertisement

মূলত জঙ্গিদের লক্ষ্য রয়েছে মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও অসমের দায়িত্বে থাকা সংঘ নেতাদের উপর। এর জন্য গাড়ি বোমা-সহ বিভিন্ন বিস্ফোরক ব্যবহার করার ছক কষছে তারা। ভারতের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জঙ্গি সংগঠনগুলির স্লিপার সেলদের সক্রিয় করার চেষ্টাও চলেছে। তাই প্রতিটি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হচ্ছে। গুরুত্বপূর্ণ আরএএস নেতাদের নিরাপত্তার বিষয়ে কড়া নজর রাখতে বলা হয়েছে।

[আরও পড়ুন: গার্গী কলেজের ঘটনায় ক্ষুব্ধ কেজরিওয়াল, উপাচার্যের অপসারণের দাবিতে ছাত্রী-বিক্ষোভ ]

 

প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, অতীতে দেশের বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অনেক নেতার উপরে আক্রমণের ঘটনা ঘটেছে। তাই কেন্দ্রীয় গোয়েন্দাদের সূত্রে এই খবর পাওয়ার পরেই অন্য তদন্তকারী সংস্থাগুলির তৎপরতা আরও বাড়ানো হয়েছে। সম্প্রতি বরুণ ভোপলা নামে কর্ণাটকের এক আরএসএস নেতার উপর হামলা চালানোর অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। হামলাকারীরা তাঁকে ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করলেও শেষ পর্যন্ত প্রাণে বেঁচেছেন তিনি। গত ডিসেম্বর কলকাতাতেও আরএসএসের এক কর্মীর উপর গুলি চালানোর অভিযোগ ওঠে দুই বাইক আরোহীর বিরুদ্ধে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ