Advertisement
Advertisement

Breaking News

Goa CM Pramod Sawant

‘মেয়েরা অত রাতে সৈকতে ছিল কেন?’ গোয়ায় দুই কিশোরীর ধর্ষণের ঘটনায় প্রশ্ন মুখ্যমন্ত্রীর

বিজেপি নেতার এমন মন্তব্যের প্রতিবাদে সোচ্চার বিরোধীরা।

Goa CM Pramod Sawant asks parents to introspect why teenagers go on beach late at night after Physical assault | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 29, 2021 4:46 pm
  • Updated:July 29, 2021 5:52 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোলভা সমুদ্র সৈকতে ১৪ বছরের দুই কিশোরীর ধর্ষণের (Physical assault) ঘটনায় উত্তাল গোয়া (Goa)। গোয়া বিধানসভাতেও উঠে আসে এই প্রসঙ্গ। আর সেখানেই গোয়ার মুখ্যমন্ত্রী BJP নেতা প্রমোদ সাওয়ান্ত প্রশ্ন তোলেন, অত রাতে মেয়েরা কেন সৈকতে ঘুরছি‌ল? স্বাভাবিক ভাবেই তাঁর এমন মন্তব্যের প্রতিবাদে সোচ্চার বিরোধীরা।

ঠিক কী বলেছেন তিনি? বিধানসভায় বাদল অধিবেশনে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘‘আমরা সরাসরি পুলিশকে দাগিয়ে দিই। কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই ১০ জন অল্পবয়সি সৈকতে গিয়ে পার্টি করছিল। তার মধ্যে চারজন সারা রাত সৈকতেই পড়ে রইল। বাকিরা বাড়ি গেল। দু’টি ছেলে ও দু’টি মেয়ে সারা রাত ওখানে ছিল। কী করে ১৪ বছরের ছোট মেয়েরা সারা রাত সৈকতে থাকে? তাদের অভিভাবকদের উচিত ছিল খোঁজখবর করা। বাচ্চাদের কথা না শোনার দায় এভাবে সরকার ও পুলিশের উপরে চাপিয়ে দেওয়া যায় না।’’

Advertisement

[আরও পড়ুন: কবে রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর? সংসদে জানাল কেন্দ্র]

খোদ মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে প্রতিবাদ। ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে বিরোধীদের। গোয়ার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বিজায় সরদেশাইয়ের কথায়, ‘‘রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশ ও রাজ্য সরকারের দায়িত্ব। যদি তারা না দিতে পারে তাহলে মুখ্যমন্ত্রীরও এই আসনে বসার যোগ্যতা নেই।’’

Advertisement

নির্দলীয় বিধায়ক রোহন খাউন্তে টুইটারে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে লেখেন, ‘‘রাতে কেন অল্পবয়সিরা ঘুরছে তার দায় অভিভাবকদের উপরে চাপানো হচ্ছে। দাবিই করা হচ্ছে রাতটা নিরাপদ নয়। যদি রাজ্য সরকারই নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে না পারেন তাহলে কে পারবে? মহিলাদের জন্য গোয়া নিরাপদ, এই এতদিনের চেনা ইতিহাসটাই হারাতে বসেছে বিজেপির শাসনকালে।’’

এদিকে ওই ধর্ষণে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর কেউ এই ঘটনায় জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: আগরতলায় TMC’র সাংগঠনিক বৈঠকে বাধা! ‘ত্রিপুরাতেও খেলা শুরু’, পালটা তোপ ডেরেকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ