Advertisement
Advertisement

সুস্থ হওয়ার আগেই এইমস থেকে ছুটি নিয়ে বাড়িতে মনোহর পারিকর

উদ্বেগে পরিবার৷

Goa's ailing Chief Minister Manohar Parrikar discharged from AIIMS
Published by: Kumaresh Halder
  • Posted:October 14, 2018 8:11 pm
  • Updated:October 14, 2018 8:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক মাস রাজধানীর এইমসে ভরতি থাকার পর অবশেষে নিজের রাজ্যেই ফিরছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর৷ রবিবার দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে ফের গোয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ কিন্তু, চিকিৎসা চলাকালীন হঠাৎ কেন গোয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিল এইমস কর্তৃপক্ষ? দিল্লি থেকে গোয়ায় স্থানান্তরিত করার কারণই বা কী? নাকি, দীর্ঘ একমাসের লড়াই শেষে হাল ছেড়ে দিচ্ছেন চিকিৎসকরা? মনোহর পারিকরের অনুগামী মহলে শুরু হয়েছে গুঞ্জন৷

[বর্ণের ভিত্তিতে আসন সংরক্ষণের প্রতিবাদে ভোট বয়কট ‘উচ্চবর্গের’]

এইমসের তরফে জানানো হয়েছে, আজ সকালে মনোহর পারিকরের অবস্থার অবনতি হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভরতি করা হয়৷ কিন্তু, অবস্থার একটি উন্নতি হলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়৷ এইমস কর্তৃপক্ষের ছুটি ঘোষণা হতেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রীকে রাজ্য ফেরানোর ব্যবস্থা করা হয়৷

Advertisement

এর আগেও ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে চিকিৎসার জন্য পারিকরকে গোয়া, মুম্বই ও আমেরিকার বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়৷ কিন্তু, কোনও উন্নতি না হওয়ায় তাঁকে এইমসে ভরতি করা হয়৷ গত একমাস দিনরাত এক করে চিকিৎসকদের বিশেষ দল পারিকরের শারীরিক অবস্থার উপর নজরদারি চালান৷ কিন্তু, তাতেও শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি৷

Advertisement

[কুম্ভমেলার আগেই এলাহাবাদ শহরের নাম বদলাচ্ছে যোগী সরকার]

শুক্রবার শারীরিকভাবে অসুস্থ থেকেও বিজেপির গোয়া কোর কমিটি ও মন্ত্রীদের সঙ্গে এইমসেই বৈঠক করেন পরিকর৷ রাজ্য ও দলের খবরও নেন তিনি৷ সূত্রের খবর, দীর্ঘ একমাসের চিকিৎসার ধকল নিতে না পেরে মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে রাজ্যে ফিরতে আগ্রহ প্রকাশ করেন পারিকর৷ এরপরই শুরু হয় বাড়ি ফেরানো কাজ৷ জানা গিয়েছে, আপাতত তাঁর বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে৷ অন্ত্রের সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ