Advertisement
Advertisement

দাঙ্গায় ভেঙে পড়া ধর্মস্থানের মেরামতির খরচ থেকে রেহাই গুজরাটের

তবে সরকারি ক্ষতিপূরণ প্রকল্পের আওতায় থাকবে ধর্মস্থানগুলিও।

Godhra Riot: Gujrat Govt won't pay for reconstruction of shrienes, rules SC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 29, 2017 11:06 am
  • Updated:October 2, 2019 4:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোধরা কাণ্ডের পর ক্ষতিগ্রস্ত হয়েছিল গুজরাটের প্রায় ৫০০টিরও বেশি ধর্মস্থান। সেগুলির পুনর্নির্মাণ ও মেরামতির খরচ দেওয়া থেকে অব্যাহতি পেল গুজরাট সরকার। মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের রায়ে মিলল স্বস্তি।

বায়না জুড়েছিল, প্রতিবন্ধী মেয়েকে ছাদ থেকে ফেলে খুন করল ‘মা’  ]

Advertisement

গোধরা দাঙ্গার পর ভেঙে পড়েছিল বহু ধর্মস্থান। কোনটি পুরো ভেঙে পড়েছিল। কোনও কোনওটি আবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেগুলির মেরামতি ও নির্মাণের খরচ দেওয়ার কথা রাজ্য সরকারেরই। এই নির্দেশ দিয়েছিল গুজরাট হাই কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। আজ প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি পি সি পন্থ সেই রায়কে খারিজ করে দেন। অর্থাৎ এই খরচ দেওয়া থেকে অব্যাহতি পেল রাজ্য সরকার। তবে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হওয়া বাসস্থান ও দোকান ইত্যাদির মেরামতির জন্য ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করেছিল রাজ্য সরকার। সেই প্রকল্পের আওতায় ধর্মস্থানগুলিকেও আনার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। অর্থাৎ ধর্মস্থানগুলির মেরামতির জন্য আলাদা করে কোনও অর্থ বরাদ্দ করতে হবে না রাজ্য সরকারকে। কিন্তু সাধারণভাবে ক্ষতিপূরণের যে প্রকল্প আছে, তা প্রযোজ্য হবে ধর্মস্থানগুলির জন্যও।

Advertisement

রাম রহিমের গুন্ডাদের তাণ্ডব রুখে দেশবাসীর কুর্নিশ কুড়োচ্ছেন ইনি ]

স্বভাবতই শীর্ষ আদালতের এই রায়ে খুশি রাজ্য সরকার। অ্যডিশনাল সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, আমাদের আরজিতেই সিলমোহর দিল শীর্ষ আদালত। সরকারি প্রকল্পও স্বীকৃতি পেয়েছে বলে স্বস্তিতেই গুজরাট সরকার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ