Advertisement
Advertisement
Budget 2024

দাম কমবে সোনা, হিরের? কেন্দ্রের অন্তর্বর্তী বাজেটের দিকে তাকিয়ে অলঙ্কার ব্যবসায়ীরা

দেশে মূল্যবান ধাতু আমদানিতে শুল্ক কমানোর আর্জি ব্যবসায়ীদের!

Gold and Diamond price may decrease on Union Budget 2024 | Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Kishore Ghosh
  • Posted:January 23, 2024 5:31 pm
  • Updated:February 1, 2024 7:52 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় মোদি সরকারের শেষ বাজেট (Union Budget) পেশ হবে আগামী ১ ফেব্রুয়ারি। তার আগের দিন ৩১ জানুয়ারি শুরু হবে সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন। মনে করা হচ্ছে, এবার বাজেটে সোনা, হিরের মতো মূল্যবান ধাতুর দাম কমতে পারে। বলা রাখা ভালো, সোনা বা রুপো দিয়ে শুধুমাত্র অলঙ্কার তৈরি হয় তাই নয়, এই ধাতুতে বিনিয়োগও করেন দেশের বহু মানুষ। ফলে আগামী বাজেটের দিকে নজর থাকবে অলঙ্কার শিল্পের সঙ্গে সম্পর্কিত বহু মানুষের।

ইতিমধ্যে কেন্দ্রের কাছে সোনা ও হিরের শুল্ক কমানোর আর্জি জানিয়েছে জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল। এই দাবির কারণ, ভারতে অলঙ্কার শিল্প নির্ভর করে মূলত আমদানি করা সোনা, হিরে, রুপো ও অন্যান্য মূল্যবান পাথরের ওপর। ফলে শুল্ক কমালে বাজারে গতি আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন হল, কেন্দ্র ঠিক কোন সিদ্ধান্ত নেবে? কতটা ছাড় মিলবে?

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ‘জয় শ্রীরাম’ ধ্বনি চিনা জওয়ানদের! ভাইরাল ভিডিও]

উল্লেখ্য, বর্তমানে মূল্যবান ধাতুর আমদানি শুল্ক ১৫ শতাংশ। যা কমিয়ে ৪ শতাংশ করার আর্জি জানিয়েছে জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল। এই ধরনের ধাতুর ক্ষেত্রে কাস্টম ডিউটি নেওয়া হয় ৫ শতাংশ, সেটা কমিয়ে আড়াই শতাংশ করার কথা বলা হয়েছে। পাশাপাশি অলঙ্কার শিল্প ক্ষেত্রে কর্মসংস্থান বাড়ানোর আর্জি জানানো হয়েছে সরকারের কাছে। এর উত্তর মিলবে ৩১ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারিতে।

 

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধন নিয়ে কড়া প্রতিক্রিয়া, কী বলল পাকিস্তান?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ