Advertisement
Advertisement
Gold Price

সোনার দাম গগনচুম্বী, ইরান-ইজরায়েল যুদ্ধের বাজারে দশ গ্রামের মূল্য ১.০১ লক্ষ

আরও বাড়তে পারে দাম?

Gold hits fresh record high of Rupees 1.01 lakh/10 gms
Published by: Kishore Ghosh
  • Posted:June 16, 2025 8:23 pm
  • Updated:June 16, 2025 9:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোভিড পরবর্তী দুনিয়ায় সোনার দাম নতুন নতুন মাইলফলক ছুঁয়েই চলেছে। সাম্প্রতিক ইজরায়েল-ইরানে যুদ্ধেরও প্রভাব পড়ছে সোনার বাজারে। গত শনিবারই লাখ টাকা পার করে ফেলেছে ১ ভরি সোনার দাম। রবিবার রাতে তার থেকে সামান্য কমে কলকাতায় ২৪ ক্যারাটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়ায় ৯৯ হাজার ৭৫০ টাকায়। সোমবার ফের লক্ষ টাকার গণ্ডি ছাড়াল সোনা। ১০ গ্রামের (অগস্ট গোল্ড ফিউচার) দাম হল ১,০১,০৭৮ টাকা।

Advertisement

সোনার পিছন পিছন ছুটছে রুপোর মূল্যও। কেজি প্রতি দাম (জুলাই সিলভার ফিউচার) পৌঁছেছে ১,০৬,৪৬৪ টাকায়। মনে করা হচ্ছে, ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণেই সোনা ও রুপোর দাম লাগামছাড়া। বিশ্বের বিভিন্ন বাজার দাম বাড়ছে ক্রুড অয়েলের। এর ফলে বেড়েছে সোনা, রুপোর দর। বিশেষজ্ঞদের বক্তব্য, নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় প্রভাব পড়ছে জ্বালানি তেলের বাজারে। ঘুরপথে তার প্রভাব পড়ছে সোনার দামে। যুদ্ধ দীর্ঘায়িত হলে সোনার দাম আরও বাড়বে।

সোনার দাম বাড়লেও বিয়ে, অন্নপ্রাশনের মতো অনুষ্ঠান থেকে নিস্তার নেই। বিশেষ করে পরিবারের মধ্যে সেই নিমন্ত্রণ থাকলে অল্প হলেও সোনা দেওয়ার রীতি মানতে হয় অনেককে। মাস কয়েক আগেও যেখানে ১০ হাজার টাকায় একজোড়া ভদ্রস্থ মাপের দুল পাওয়া যেত, এখন আর তা হওয়ার জো নেই। এই অবস্থায় বেজায় অস্বস্তিতে মধ্যবিত্ত ক্রেতারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement