Advertisement
Advertisement

পড়ুয়াকে অপহরণ করতে বাসচালককে গুলি, তোলপাড় রাজধানী

সাধারণতন্ত্র দিবসের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

Goons fire shot at bus driver, kidnap boy in Delhi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2018 2:27 pm
  • Updated:September 9, 2019 4:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের আগের দিনই বিপত্তি। ৬ বছরের স্কুল পড়ুয়াকে অপহরণ করতে বাসচালককে গুলি করল দুষ্কৃতীরা। চালককে গুলি করার পর সেই পড়ুয়াকে বন্দুকের নিশানায় রেখে বাস থেকে নামিয়ে আনা হল। প্রকাশ্য রাস্তায় পড়ুয়াকে বন্দুকের নিশানায় রেখে পালিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজে দেখা গেল সেই দৃশ্য। এই ঘটনায় অভিযোগের তির অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতীর দিকে। পুলিশ জানিয়েছে, অপহৃত পড়ুয়া স্থানীয় বিবেকানন্দ স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। দিনেরবেলা এহেন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।

[অবশেষে কর্ণি সেনার উপর খড়্গহস্ত প্রশাসন, গ্রেপ্তার শীর্ষ নেতা আমু]

জানা গিয়েছে, রোজকার মতো পড়ুয়া-সহ স্কুলবাসটি রাজধানীর আইবিএইচএএস হাসপাতাল লাগোয়া রাস্তা দিয়ে যাচ্ছিল। এই সময় কালো রঙের একটি বাইক আচমকাই চলন্ত বাসের কাছাকাছি এসে পড়ে। মুহূর্তের মধ্যেই কালো পোশাক পরিহিত দুই বাইক আরোহী লাফ দিয়ে চলন্ত বাসে উঠে যায়। প্রথমেই বাসটিকে নিয়ন্ত্রণে আনতে চালককে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। গুলি লাগায় সঙ্গেসঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন চালক। তারপরই শিশুটিকে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

Advertisement

এরপরই স্থানীয়রা তৎপরতার সঙ্গে চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রচুর রক্তক্ষরণের কারণে চালকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে অপহরণ দৃশ্য দেখা গেলেও দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি। হেলমেটে ঢাকা ছিল দুষ্কৃতীদের মুখ। অপহরণের পরই উত্তরপ্রদেশের দিকে বাইক নিয়ে উধাও হয় দুষ্কৃতীরা। অপহৃত শিশুর পরিবারের কাছে মুক্তিপণ চেয়ে এখনও কোনও ফোন আসেনি। নিকটবর্তী থানায় অপহরণের অভিয়োগ দায়ের করেছ শিশুটির পরিবার। দুষ্কৃতীদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ। এমনিতেই সাধারণতন্ত্র দিবস উপলক্ষে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়েছে গোটা রাজধানী। তার উপরে ঠিক আগের দিন এই অপহরণের ঘটনা ঘটায় নিন্দার মুখে পড়েছে কেজরিওয়াল সরকার। সরাসরি রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

[সিটবেল্ট না বাঁধায় বেধড়ক মার ট্রাফিক পুলিশের, অপমানে আত্মহত্যার চেষ্টা চালকের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement