Advertisement
Advertisement

ডিজিটাল লেনদেনে জোর কেন্দ্রের, একগুচ্ছ ছাড়ের ঘোষণা জেটলির

অর্থমন্ত্রী জানালেন, দেশকে ক্যাশলেস ইকোনমিতে স্বনির্ভর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Government declares discount on various sectors in cashless transaction
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 8, 2016 6:05 pm
  • Updated:December 8, 2016 6:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : নোট বাতিলের এক মাস পূর্ণ হয়েছে। এই এক মাসে নানারকম সিদ্ধান্তের অদলবদল হয়েছে। এর মধ্যেই ক্যাশলেস লেনদেনে দেশকে স্বনির্ভর হয়ে ওঠার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। নোট বাতিলের অন্যতম উদ্দেশ্য যে ডিজিটাল ইন্ডিয়া গড়ে তোলা তা নোট নাকচের মাসপূর্তিতে খোলসা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আর এই ব্যাপারে বেশ কিছু সিদ্ধান্তও নিয়েছে প্রশাসন। সেগুলি হল-

১) পেট্রোল পাম্পে যাঁরা অনলাইনে দাম মেটাবেন তাঁরা পাবেন ০.৭৫ শতাংশ ছাড়

Advertisement

২) যে সমস্ত গ্রামে জনসংখ্যা ১০ হাজারের বেশি সেখানে পাঠানো হচ্ছে জোড়া সোয়াইপ মেশিন বা পিওএস মেশিন।

৩) নাবার্ডের মাধ্যমে গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কগুলিকে ‘রুপে’ কিষাণ কার্ড দেওয়া হবে। সেগুলির মাধ্যমে কৃষকরা মাইক্রোএটিম বা পিওএস মেশিন থেকে টাকা তুলতে পারবেন।

৪) শহরতলির রেলওয়েগুলির ক্ষেত্রে, যাঁরা অনলাইনে মান্থলি টিকিট কাটবেন তাঁদের জন্য মঞ্জুর হবে ০.৫ শতাংশ ছাড়

৫) রেলের অনলাইন টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ছাড় দেওয়ার পাশাপাশি ১০ লক্ষ টাকার দুর্ঘটনা বিমার সুবিধা দেওয়া হবে।

৬) নতুন পলিসির ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টে লাইফ ইন্সিওরেন্সের ক্ষেত্রে ৮ শতাংশ ও সাধারণ বিমার ক্ষেত্রে পলিসি এবং প্রিমিয়ামে ১০ শতাংশ ছাড় মিলবে।

৭) টোল প্লাজায় অনলাইন পেমেন্টের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় মঞ্জুর।

৮) রেল ক্যাটারিংয়ে অনলাইন পেমেন্টে ছাড় মিলবে ৫ শতাংশ।

কবে থেকে এই ছাড় লাগু হবে তা শীঘ্রই জানানো হবে। নগদ টাকার ব্যবহারে দুর্নীতি বাড়বে বলে অর্থমন্ত্রী জানালেন, দেশকে ক্যাশলেস ইকোনমিতে স্বনির্ভর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement