Advertisement
Advertisement

নকল ঠেকাতে এবার প্লাস্টিকের নোট আনছে কেন্দ্র

কালো টাকা রোখার ক্ষেত্রেও একটি জোরাল পদক্ষেপ হবে এটি৷

Government Plans to bring Plastic Currency Notes
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 9, 2016 7:36 pm
  • Updated:December 9, 2016 7:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট নাকচের পর আত্মপ্রকাশ করেছে ২০০০ টাকার নোট৷ এসেছে নতুন ৫০০ টাকার নোট৷ তবে নোটেদের সংসারে ফের পরিবর্তন৷ এবার আসতে চলেছে প্লাস্টিকের নোট৷

নতুন নোট আসার পর থেকেই নানা অভিযোগ আসছে৷ কখনও নোট ছেঁড়া৷ কখনও বা নোটের ছাপায় গোলোযোগ৷ এছাড়া নতুন নোট পাতলা বলেও অনেকে অভিযোগ করছিলেন৷ এই প্রেক্ষিতেই এবার প্লাস্টিকের নোট আনার ভাবনা কেন্দ্রর৷ রিজার্ভ ব্যাঙ্কের কাছে জানতে চাওয়া হয়েছিল, কাগজের বদলে প্লাস্টিকের নোট আনা হচ্ছে কি না৷ তার উত্তরে কেন্দ্রীয় অর্থ দফতরের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লিখিত উত্তরে জানান, কেন্দ্র প্লাস্টিকের নোট আনার পরিকল্পনা নিয়েছে৷ এ ব্যাপারে ইতিমধ্যেই কাজও শুরু হয়ে গিয়েছে৷

Advertisement

প্লাস্টিক বা পলিমার দিয়ে তৈরি এই নোটের আয়ুও বেশি হবে৷ অন্তত পাঁচ বছর টিকবে এক একটি নোট৷ তবে তার থেকেও বড় সুবিধা হল, বিশেষ রাসায়নিক উপায়ে তৈরি হওয়ায় এ নোট নকল করা সহজ হবে না৷ ফলে কালো টাকা রোখার ক্ষেত্রেও একটি জোরালো পদক্ষেপ হবে এটি৷

Advertisement

এই ধরনের প্লাস্টিকের নোট প্রথম চালু হয়েছিল অস্ট্রেলিয়ায়৷ ২০১৪ সালে রিজার্ভ ব্যাঙ্ক কিছু নির্দিষ্ট শহরে প্লাস্টিকের ১০ টাকার নোট চালু করার কথা ঘোষণাও করেছিল৷ তবে নোট বাতিলের প্রেক্ষিতে সেই সিদ্ধান্ত খুব দ্রুত কার্যকর করতে চলেছে কেন্দ্র৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ