BREAKING NEWS

৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ঘুম ভাঙাল পুলওয়ামা, কাশ্মীরে আকাশপথে যাতায়াত করবে সেনা

Published by: Sucheta Sengupta |    Posted: February 21, 2019 4:33 pm|    Updated: February 21, 2019 4:33 pm

Govt.approves air travel for jawans

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুঁশ ফেরাল পুলওয়ামা। জঙ্গি হানায়  ৪৯ জন সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়ার ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রককে সিদ্ধান্ত বদলে বাধ্য করল। বাড়ানো হল আধাসেনা বাহিনীর নিরাপত্তা। স্বরাষ্ট্রমন্ত্রকের বড় ঘোষণা, এবার থেকে উপত্যকায় বাহিনীর যাতায়াত সড়কপথে নয়, হবে আকাশপথে। দিল্লি থেকে জম্মু বা শ্রীনগরে বিমানেই পৌঁছাবেন জওয়ানরা। এমনকী ছুটি কাটিয়ে বাড়ি ফেরা কিম্বা ছুটির পর কাজে যোগদানের ক্ষেত্রেও বিমানেই সফর করবেন তাঁরা। বৃহস্পতিবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এই ঘোষণায় খুশির পাশাপাশি কিছুটা স্বস্তিও ফিরে পেয়েছেন জম্মু-কাশ্মীরে কর্তব্যরত সিআরপিএফ জওয়ানরা।

[রাফালে রায় পুনর্বিবেচনার আরজি মানল সুপ্রিম কোর্ট]

ঠিক এক সপ্তাহ আগে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি জম্মু-শ্রীনগর হাইওয়ে ধরে যাওয়ার সময় পুলওয়ামার কাছে সেনার বিশাল কনভয়ের ভিতরে ঢুকে যায় বিস্ফোরক বোঝাই আত্মঘাতী জঙ্গির গাড়ি। ওই হামলায় ঘটনাস্থলেই শহিদ হন ৪২জন জওয়ান। পরেরদিন হাসপাতালে মৃত্যু হয় আরও ৭ জনের। দেশের ইতিহাসে পুলওয়ামা হামলা অন্যতম ভয়ংকর হামলা বলে চিহ্নিত হয়। শুধু বরফে মোড়া উপত্যকাই নয়, রক্তাক্ত হয় গোটা দেশ। সেনাবাহিনীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। কেন এমন সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় কাজের ক্ষেত্রে দেশরক্ষীদের যথাযথ নিরাপত্তা নেই? কেন একই পথে সাধারণ যানবাহন, সেনা কনভয় যাতায়াত করে ? এই প্রশ্নে সরব হন অনেকেই। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুতই কিছু সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্রমন্ত্রক। রাজনাথ সিং জানান, এবার থেকে সেনা কনভয় যাওয়ার পথে কোনও সাধারণ গাড়ি চলাচল করবে না। গাড়ি থামিয়ে চালাতে হবে সেনা কনভয়। আধাসেনার সুরক্ষায় ওই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানিয়েছিলেন রাজনাথ সিং।

[পুলওয়ামা ট্রেলার মাত্র, গোয়েন্দা রিপোর্টে হাড়হিম করা সতর্কবার্তা ]

এবার সেই সিদ্ধান্তও বদলে ফেলা হল। ঘোষণা করা হল, সড়কপথে আর নয়। জম্মু-কাশ্মীরে কর্তব্যরত প্রত্যেক সেনা, আধাসেনা এবার থেকে বিমানে সফর করবেন। দিল্লি থেকে জম্মু বা শ্রীনগর যাওয়ার পথে তাঁদের জন্য কমার্শিয়াল ফ্লাইট দেওয়া হবে। এই সুবিধা পাবেন বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, সিআইএসএফ, আইটিবিপি-সহ দেশের সুরক্ষায় নিয়োজিত সব বাহিনীর সদস্যরাই। শুধু কাজের জন্যই নয়, ছুটিতে যাতায়াতের পথেও বিমান পরিষেবা পাবেন জওয়ানরা। কাশ্মীরে নিরাপত্তা বৃদ্ধিতে আরও বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। উপত্যকার আরও ১৮ জন বিচ্ছিন্নতাবাদী নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। এর আগে রবিবার মিরওয়াইজ ওমর ফারুক, সৈয়দ আলি শাহ গিলানি-সহ ৬ জন বিচ্ছিন্নতাবাদী শীর্ষ স্তরের নেতাদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল। সেই তালিকায় যুক্ত হলেন আরও কয়েকজন।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে