Advertisement
Advertisement

৬০,০০০ কোটি টাকার রণসজ্জায় আরও শক্তিশালী ভারতীয় সেনা

ভারতীয় সেনাবাহিনী পাচ্ছে নতুন 'কমব্যাট ভেহিক্যাল'

Govt fast-tracks Rs 60,000-crore ‘Make in India’ project for infantry combat vehicle
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 12, 2016 1:23 pm
  • Updated:December 12, 2016 1:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢেলে সাজানো হচ্ছে ভারতীয় সেনার সশস্ত্র পদাতিক বাহিনীকে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, পদাতিক সেনার আধুনিকীকরণের জন্য ২৬১০টি অত্যাধুনিক ‘ফিউচার ইনফ্যানট্রি কমব্যাট ভেহিক্যাল’ বা এফআইসিভি কেনা হচ্ছে৷ ভবিষ্যতে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধের সময় ভারী অস্ত্রশস্ত্র বহনকারী এই ছোট সাঁজোয়া গাড়িগুলি ব্যবহার করবে৷ ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এই ‘মেগা প্রজেক্ট’-কে দ্রুত বাস্তবায়িত করতে এবার উদ্যোগী হল কেন্দ্র৷ এই প্রকল্পের জন্য কেন্দ্র ৬০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে৷

ইতিমধ্যেই ‘অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড’ ছাড়া আরও দু’টি সংস্থা গাড়িগুলি নির্মাণের বরাত চেয়েছে৷ গাড়িগুলির নকশা ও ‘প্রোটো-টাইপ’ মডেল জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ সেরা মডেলটি বাছাই করে উৎপাদনের নির্দেশ দেওয়া হবে৷ এর জন্য কেন্দ্র একটি ‘ইন্টিগ্রেটেড প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম’ গড়েছে৷ যে সংস্থাগুলি সমরাস্ত্র বোঝাই গাড়িগুলি নির্মাণে আগ্রহ দেখিয়েছে তাদের মধ্যে রয়েছে মাহিন্দ্রা, এল অ্যান্ড টি৷

Advertisement

এই গাড়িগুলি মূলত সশস্ত্র পদাতিক বাহিনী যুদ্ধের সময় ব্যাবহার করে৷ যুদ্ধক্ষেত্রের মধ্যে সশস্ত্র জওয়ানদের পৌঁছে দিতে ও সেখান থেকে আহত জওয়ানদের ফিরিয়ে আনতে এই গাড়িগুলি ব্যবহৃত হয়৷ কেন্দ্রের উদ্যোগ বাস্তবায়িত হলে পুরনো রুশ বিএমপি মডেলের কমব্যাট ভেহিক্যালের বদলে ‘ফিউচার ইনফ্যানট্রি কমব্যাট ভেহিক্যাল’ ব্যবহার করবে সেনাবাহিনী৷ জলে ও স্থলে সমান পারদর্শিতা দেখাতে পারা এই গাড়িগুলিকে ছোটখাটো ট্যাঙ্কের সঙ্গে তুলনা করা যায়৷ এর মধ্যে থাকে অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, মেশিন গান, ঢাল ও কামান৷ রণক্ষেত্রে ব্যবহৃত সাঁজোয়া গাড়ির মতো অতটা দুর্ভেদ্য না হলেও এই গাড়ির ভিতরে থাকলে গুলি-বোমার আঘাতে আহত হওয়ার সম্ভাবনা কম৷

Advertisement

১.৩ মিলিয়ন সদস্যের ভারতীয় সেনাবাহিনীতে এই মুহূর্তে ৬৩টি আর্মারড রেজিমেন্ট রয়েছে৷ টি-৯০এস, টি-৭২ ও অর্জুন ট্যাঙ্কের বহরে সজ্জিত সেনাবাহিনীতে রয়েছে ৪৪টি মেকানাইজড বিএমপি ইনফ্যানট্রি ইউনিট৷

tata_future_infantry_combat_vehicle

(আইএসআইয়ের শীর্ষকর্তাকে সরিয়ে দিলেন নয়া পাক সেনাপ্রধান)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ