BREAKING NEWS

১৯ জ্যৈষ্ঠ  ১৪৩০  শনিবার ৩ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

কাশ্মীরে ‘মেগা ড্যাম’ ভারতের, আতঙ্কিত পাকিস্তান

Published by: Sangbad Pratidin Digital |    Posted: February 23, 2017 8:53 am|    Updated: February 23, 2017 9:59 am

Govt to construct mega dam in Kashmir to teach Pakistan a lesson

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না’। উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর পাকিস্তানকে হুঁশিয়ার করে এমনটাই হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইপথে অগ্রসর হয়েই পাকিস্তানকে শায়েস্তা করতে চলেছে ভারত। সেইমতো সিন্ধু জল বন্টন চুক্তির পুনর্বিচার করে এবার কাশ্মীর উপত্যকায় জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চলেছে নয়াদিল্লি। সূত্রের খবর, ইতিমধ্যে, ১৮৫৬ মেগাওয়াটের ওই  জলবিদ্যুৎ প্রকল্পকে সবুজ সংকেত দিয়েছে পরিবেশমন্ত্রক দ্বারা গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি। জানুয়ারি মাসেই, প্রায় ২২০০০ কোটি টাকার এই প্রকল্পটির পক্ষে সায় দিয়েছে পরিবেশমন্ত্রকের ‘এক্সপার্ট এপ্রায়সল কমিটি’। এবং খুব শীঘ্রই প্রকল্পটির কাজ শুরু হতে চলেছে বলেও জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় চন্দ্রভাগা নদীর উপর এই প্রকল্পটি গড়ে  তোলা হবে। জল ধরে রাখতে নির্মান করা হবে প্রায় ১৯২.৫ মিটার উঁচু বাঁধ।

কৌশলী আলোচনায় ভারত-চিন, চিন্তায় পাকিস্তান

সিন্ধু জলবন্টন চুক্তির মাধ্যমে প্রাপ্ত জল পাকিস্তানের লাইফ লাইন। ওদেশের প্রায় ৮০ শতাংশ জল এই নদীগুলি থেকে যায়। এই নদীগুলির উপর জলবিদ্যুৎ প্রকল্প চালু করলে পাকিস্তানে জলের প্রবাহ কমে যাবে। ফলে চাপে পড়বে পাকিস্তান। ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ূব খানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুসারে স্থির হয়, শতদ্রু, ইরাবতী, বিতস্তার জল ভারত ব্যবহার করবে। অন্যদিকে, পাকিস্তান ব্যবহার করবে ঝিলম, সিন্ধু ও চন্দ্রভাগা নদীর জল। পাকিস্তানের এই তিনটি নদীরই উৎস ভারত। তাই এবার নদীগুলিকেই হাতিয়ার করতে চলেছে মোদি সরকার।

পাকিস্তানের কাছেও বিপজ্জনক হাফিজ সইদ!

চাপের মুখে সন্ত্রাসবাদী হাফিজ সইদের বিরুদ্ধে পদক্ষেপ পাকিস্তানের

ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনও যৌথ মহড়া নয়, জানাল রাশিয়া

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে