Advertisement
Advertisement
National Girl Child Day

বিধানসভা সামলাবেন মেয়েরাই, জাতীয় শিশু কন্যা দিবসে বিশেষ উদ্যোগ গুজরাটের

দেশজুড়ে পালিত হবে জাতীয় শিশু কন্যা দিবস।

Gujarat Assembly to take special initiative to celebrate National Girl Child Day | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 19, 2024 5:07 pm
  • Updated:January 19, 2024 5:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় শিশু কন্যা দিবসে (National Girl Child Day) অভিনব উদ্যোগ গুজরাটের। জানা গিয়েছে, এই বিশেষ দিনে সেরাজ্যের বিধানসভার সমস্ত দায়িত্ব সামলাবেন মেয়েরা। গুজরাটের (Gujarat) স্পিকার শংকর চৌধুরী জানান, রাজনীতি ও সংসদীয় কার্যকলাপে যেন মহিলারা আরও বেশি করে অংশ নেন, সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের তরফে। উল্লেখ্য, ২৪ জানুয়ারি দেশজুড়ে মহাসমারোহে পালিত হয় জাতীয় শিশু কন্যা দিবস।

প্রতিবারের মতোই চলতি বছরেও জাতীয় শিশু কন্যা দিবস উপলক্ষে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে তার মধ্যে অন্যতম হল গুজরাটের বিধানসভা। আগামী ২৪ জানুয়ারি বিধানসভার সমস্ত কাজ সামলাবেন মেয়েরা। রাজ্যের স্পিকার শংকর চৌধুরী বলেন, “আমরা চাই সংসদীয় রাজনীতিতে মহিলারা আরও বেশি করে অংশ নিন। পড়ুয়াদেরও রাজনীতির পাঠ থাকা দরকার।” জানা গিয়েছে, ওইদিন বিধানসভায় হাজির থাকবেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও।

Advertisement

[আরও পড়ুন: ২৫ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে জাতীয় ভোটার দিবস, জানেন দিনটির গুরুত্ব?]

এখনও ভারতের বিভিন্ন প্রান্তে আকছার কন্যাভ্রণ হত্যা ঘটছে। আবার কখনও পণের দাবিতে, তো কখনও আবার গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছেন মেয়েরা। তাই দেশের মেয়েদের বাঁচাতে কেন্দ্রীয় প্রকল্প চালু হয়েছে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’। রাজ্যে মেয়েদের ক্ষমতায়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কন্যাশ্রী প্রকল্প।শহর থেকে গ্রাম বাংলা, রাজ্যে প্রান্তিক এলাকার মেয়েরাও এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই প্রকল্পের হাত ধরে বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করেছেন তাঁরা। ইতিমধ্যে বিশ্ব দরবারে সম্মানিতও হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের এই প্রকল্প।

Advertisement

[আরও পড়ুন: বিচারপতি মামলা: সংশোধিত নয়, অভিষেককে নতুন করে আবেদনের নির্দেশ সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ