সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা বলতে গিয়েছিলেন নিজের এলাকার কিছু বস্তিবাসীর সঙ্গে৷ অবৈধ ভাবে যারা এলাকা দখল করে রয়েছে তাদের উচ্ছেদ প্রসঙ্গে৷ তখনও জানতেন না নিয়তি ফাঁদ সাজিয়ে রেখেছে তাঁর জন্য৷
এক নর্দমার উপরের সিমেন্টের স্ল্যাবের উপর দাঁড়িয়ে কথা বলছিলেন জামনগরের সাংসদ পূনমবেন মাদাম৷ আচমকা ভেঙে পড়ে স্ল্যাবটি ভেঙে পড়ে৷ সোজা দশ ফুট নিচে পড়ে যান পূনমবেন৷ গুরুতর চোট লাগে হাতে, পায়ে৷ চোট লেগেছে মাথাতেও৷ স্থানীয়রাই প্রথমে তাঁকে উদ্ধার করে ওপরে তোলেন৷ ততক্ষণে ঘটনাস্থলে চলে আসে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷
অ্যাম্বুল্যান্সে করে পূনমবেনকে পাঠানো হয় স্থানীয় হাসপাতালে৷ পরিস্থিতির অবনতি হলে হেলিকপ্টারে করে উড়িয়ে মুম্বইয়ে আনা হয় চিকিৎসার জন্য৷ আপাতত বিজেপি সাংসদের অবস্থা স্থিতিশীল বলেই খবর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.