Advertisement
Advertisement

Breaking News

কালো টাকা নেতাদেরও, জেরায় কবুল গুজরাতের ব্যবসায়ীর

আয়কর দফতরের সামনেও তিনি জানিয়েছেন, এই টাকা নেতাদেরও৷

Gujrat Businessman declares that black money belongs to politicians
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 3:55 pm
  • Updated:December 4, 2016 8:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১৪ হাজার কোটি কালো টাকা সামনে এনেছিলেন তিনি৷ আর তারপর থেকেই বেপাত্তা৷ শেষমেশ এক টিভি চ্যানেল থেকে নাটকীয়ভাবে পাকড়াও করা হয় গুজরাতের ব্যবসায়ী মহেশ শাহকে৷ আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আয়কর দফতরের আধিকারিকরা৷ জানা যাচ্ছে, আয়কর দফতরের সামনেও তিনি জানিয়েছেন এই টাকা নেতাদেরও৷

নোট বাতিলের পর কালো টাকা জমা দেওয়ার হিড়িক পড়েছে৷ তবে নজির গড়েছিলেন গুজরাতের ব্যবসায়ী ষাটোর্ধ্ব মহেশ শাহ৷ ১৩,৮৬০ কোটি টাকা কালো টাকা সামনে এনেছিলেন তিনি৷ তারপর থেকেই অবশ্য বেপাত্তা ছিলেন৷ পরে টিভি ট্যানেলের স্টুডিও থেকে তাঁকে আটক করে আয়কর দফতর৷ চ্যানেলেই তিনি জানিয়েছিলেন, যে টাকা তিনি সামনে এনেছেন তা তাঁর একার নয়৷ তবে সে টাকা কার কার তা তিনি আয়কর দফতরের আধিকারিকদের সামনেই জানাবেন৷ রবিবার প্রায় ঘণ্টা সাতেক তাঁকে প্রাথমিকভাবে জেরা করেন আয়কর আধিকারিকরা৷ সেখানে তিনি জানান, এত টাকা তাঁর একার নয়৷ বেশ কয়েকজন নেতা ও বিল্ডার্সের টাকাও এখানে আছে৷ তাঁকে ফাঁসানো হয়েছে এ অভিযোগ তিনি আগেই এনেছিলেন৷ এমনকী তাঁর ও পরিবারের সদস্যদের জীবন সংশয়ে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন৷

Advertisement

তাঁর পরিবারের নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই বাড়ির সামনে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ এদিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নেতাদের নাম ও ঠিক কী চুক্তি হয়েছিল তা জানার চেষ্টা করছেন আয়কর দফতরের আধিকারিকরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ