Advertisement
Advertisement

Breaking News

আর কোনও আন্দোলনে নেই, জানিয়ে দিলেন গুরমেহর

শেহবাগের টুইটেরও জবাব দিয়েছেন গুরমেহর৷

Gurmehar Kaur Withdraws From Protest March
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 5:29 am
  • Updated:February 28, 2017 8:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁকে ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি৷ দেশাত্মবোধ থেকে দেশদ্রোহিতার ধারণাগুলোয় আবার নাড়া দিয়েছিল তাঁর পদক্ষেপ৷ সেই গুরমেহর কৌরই জানিয়ে দিলেন, আর আন্দোলনে অংশ নিচ্ছেন না তিনি৷ তাঁর যা বলার ছিল বলা হয়ে গিয়েছে৷

দিল্লির রামজস কলেজে এবিভিপি-র কাজকর্মের প্রতিবাদ করেছিলেন কার্গিল শহিদ কন্যা গুরমেহর৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্ল্যাকার্ড হাতে তাঁর প্রতিবাদ৷ যেখানে তিনি জানিয়েছিলেন, পাকিস্তান নয়, তাঁর বাবাকে শহিদ হতে হয়েছে যুদ্ধের কারণেই৷ গুরমেহরের এই বক্তব্যে ঝড় ওঠে বিভিন্ন মহলে৷ এমনকী বাদ যাননি ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগও৷ গুরমেহরকে কটাক্ষ করে তিনি জানান, তিনিও পাকিস্তানের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করেননি, করেছে তাঁর ব্যাট৷

এর মধ্যেই দেশবিরোধী মন্তব্য করা হয়েছে অভিযোগে ধর্ষণের হুমকির মুখে পড়তে হয় গুরমেহরকে৷ তাঁকে ডন দাউদ ইব্রাহিমের সঙ্গেও তুলনা করা হয়৷ এরপরই তাঁর জন্য পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়৷ যদিও পুরো ঘটনা থেকে নিজেকে এবার সরিয়ে নিতে চান গুরমেহর৷ টুইট করে তিনি জানিয়েছেন, তাঁর যা বলার ছিল, তিনি তা বলেছেন৷ এখন এই আন্দোলন থেকে তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন৷

শেহবাগের টুইটেরও জবাব দিয়েছেন গুরমেহর৷ জানিয়েছেন, ছোটবেলা থেকে শেহবাগকে দেখতে দেখতে বড় হয়েছেন৷ এহেন মানুষের কটাক্ষে তিনি যারপরনাই দুঃখ পেয়েছেন৷ তবে তিনি জানিয়েছেন, যে আন্দোলন চলছে তা তাঁকে নিয়ে নয়৷ ছাত্রদের জন্য৷ সেই মিছিলকে তিনি স্বাগত জানিয়েছেন ও সফল করার ডাক দিয়েছেন৷

এদিকে পুরো ঘটনায় এবিভিপি-র বিরুদ্ধে একাদিক অভিযোগ উঠেছে৷ আজ সেসব খতিয়ে দেখবেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ রাজ্যপালের সঙ্গে এ ব্যাপারে দেখা করবেন তিনি৷

গতকাল এবিভিপি-র তরফে তিরঙ্গা মার্চ করা হয়৷ আজ পাল্টা খালসা কলেজ থেকে মিছিলের ডাক দিয়েছে বিরুদ্ধ সংগঠনগুলি৷ সেখানে গুরমেহর উপস্থিত থাকবেন বলেই সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর৷

 

এদিকে আর এক কারগিল শহিদের বাবা গুরমেহরকে যারা ধর্ষণের হুমকি দিয়েছে, তাদের শাস্তির দাবি তুলেছিলেন৷ জানিয়েছিলেন নারীর সম্মানের থেকে বড় আর কিছু নেই৷ আজ দিল্লি পুলিশ এই অভিযোগে এফআইআর দায়ের করেছে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement