Advertisement
Advertisement
OYO Founder

বিয়ের দিনকয়েক পরই পিতৃহারা OYO-র প্রতিষ্ঠাতা, বহুতলের ২০ তলা থেকে পড়ে মৃত্যু

মৃত্যুর কারণ নিয়ে দানা বেঁধেছে রহস্য। তদন্তে পুলিশ।

Gurugram: OYO Founder Ritesh Agarwal's Father Dies After Fall From High-Rise | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 10, 2023 7:04 pm
  • Updated:March 10, 2023 7:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই সাত পাকে বাঁধা পড়েছিলেন OYO-র প্রতিষ্ঠাতা (OYO Founder) রীতেশ আগরওয়াল। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই বাবাকে হারালেন রীতেশ। বহুতল থেকে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন রমেশ আগরওয়াল। যাঁর মৃত্যুর কারণ নিয়ে দানা বেঁধেছে রহস্য।

জানা গিয়েছে, হরিয়ানার গুরগাঁওয়ের বহুতলের ২০ তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে রীতেশের (Ritesh Agarwal) বাবা রমেশের। পুলিশ সূত্রে খবর, ৫৪ বছর বয়সি রমেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেই চিকিৎসকরা জানান, রাস্তাতেই মৃত্যু হয় তাঁর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। কীভাবে তিনি এই উচ্চতা থেকে পড়ে গেলেন, ঘটনাস্থলে পৌঁছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই পরিবারের হাতে রমেশ আগরওয়ালের দেহ তুলে দেওয়া হয়েছে। একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গুরগাঁওয়ের একটি বহুতলে স্ত্রীর সঙ্গে থাকতেন রমেশ। যদিও সেখানে তাঁর ছেলে তথা OYO-র প্রতিষ্ঠাতা রীতেশ থাকতেন না। বাবার প্রয়াণে শোকস্তব্ধ রীতেশ।

Advertisement

[আরও পড়ুন: মা হওয়ার পর একেবারেই বদলে গিয়েছেন রানি, অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামী আদিত্য চোপড়ার!]

রীতেশ বলেন, “অত্যন্ত বেদনার সঙ্গে জানাচ্ছি, ১০ মার্চ আমাদের পথপ্রদর্শক আর অনুপ্রেরণা, আমার বাবা রমেশ আগরওয়াল প্রয়াত হয়েছেন। আনন্দে পরিপূর্ণ জীবন কাটিয়েছেন। তিনি চলে যাওয়ায় আমাদের পরিবারের বিরাট ক্ষতি হয়ে গেল। বাবার হাত ধরেই জীবনের কঠিন সময় কাটিয়ে উঠেছিলাম। উনি যা বলতেন, তা আমরা চিরকাল মনে রাখব। এই শোকের সময় সকলকে পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান রাখার আবেদন জানাচ্ছি।”

Advertisement

চলতি মাসেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন রীতেশ। গত ৭ মার্চ দিল্লির পাঁচতারা হোটেলে এলাহি রিসেপশন হয় তাঁর। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, সফটব্যাংকের চেয়ারম্যান মায়োশি সন-সহ বিশিষ্টরা।

[আরও পড়ুন: দেশে হংকং ভাইরাসের থাবায় একের পর এক মৃত্যু, জেনে নিন কীভাবে সাবধান হবেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ