Advertisement
Advertisement

Breaking News

এবার জেলে বসেই জিমে শরীরচর্চা করার সুযোগ বন্দিদের

অভিনব উদ্যোগ কারা দপ্তরের৷

Gym for inmates in Mumbai’s Arthur Road jail
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 1, 2018 8:34 pm
  • Updated:February 1, 2018 8:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  এদেশে সংশোধানাগারগুলির পরিকাঠামো নিয়ে অভিযোগের শেষ নেই৷ পরিস্থিতি এতটাই খারাপ, যে ইংল্যান্ড থেকে প্রত্যাপর্ণ রুখতে ভারতীয় জেলের বেহাল পরিকাঠামোকে হাতিয়ার করেছিলেন লিকার ব্যারন বিজয় মালিয়ার আইনজীবীরা৷ সেই যুক্তি মেনেও নিয়েছিল ব্রিটেন আদালত৷ কিন্তু, এবার সেই ছবিটা বদলাতে চলেছে৷ বন্দিদের শরীরচর্চার জন্য জিম চালু হতে চলেছে মুম্বইয়ে আর্থার রোড জেলে৷ ঘটনাচক্রে, ঋণখেলাপিতে অভিযুক্ত বিজয় মালিয়াকে ইংল্যান্ড থেকে যদি ফিরিয়ে আনা যায়, তাহলে এই তাঁকে মুম্বইয়ে এই আর্থার রোড জেলেই রাখার সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার৷

[করকাঠামো অপরিবর্তিত রেখে মহিলাদের মুখে হাসি ফোটালেন জেটলি]

Advertisement

দিল্লির যেমন তিহার জেল, মুম্বইয়ে তেমনি আর্থার রোড জেল৷ এটিই বাণিজ্যনগরীর সবচেয়ে বড় ও পুরানো জেল৷ এই জেলেই একসময়ে বন্দি ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত৷ সাধারণতভাবে দাগী কিংবা হাই প্রোফাইল বন্দিদেরই রাখা হয় এই জেলে৷ এবার এই আর্থার রোড জেলেই বন্দিদের শরীরচর্চার জন্য জিম চালুর করার সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার৷ এই মুহূর্তে মহারাষ্ট্রের আর কোনও জেলে জিম নেই৷ কারা কর্তাদের বক্তব্য, আর্থার রোডে জায়গা অপ্রতুল৷ বন্দিদের গাদাগাদি করে থাকতে হয়৷ তাই জেলে যদি বন্দিদের জন্য শরীরচর্চার ব্যবস্থা থাকে, তাহলে তাদের মানসিক চাপ কিছুটা কমবে৷ আর্থার রোড জেলের বন্দিরাও দীর্ঘদিন ধরেই জিম চালুর দাবি করছিলেন বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, আর পাঁচটা জিমের মতো জেলের জিমেও শরীরচর্চার সবধরণের সরঞ্জামই থাকবে৷ দুজন পেশাদার প্রশিক্ষকও থাকবেন৷ তবে ডাম্বেল জাতীয় কোনও কিছু হাতে নিয়ে ব্যায়াম করতে পারবেন না বন্দিরা৷ কারাকর্তাদের দাবি,  অতীতে ব্যায়াম করার ডাম্বেল দিয়ে বন্দিদের হামলার চালানো ঘটনা ঘটেছে৷ আর্থার রোড জেলের এক আধিকারিক জানিয়েছেন, ডাম্বেলের পরিবর্তে বন্দিদের বালি ভরতি জলের বোতল দেওয়া হবে৷ বস্তুত, আর্থার রোড জেলের বন্দিরা এভাবেই ব্যায়াম করতে অভ্যস্ত বলেও জানিয়েছেন তিনি৷

Advertisement

কেন্দ্রীয় বাজেট ২০১৮: সস্তা হচ্ছে কোন কোন জিনিস?]

কারা দপ্তর ঠিক করেছে, প্রতিদিন ৪৫ মিনিট করে জিমে শরীরচর্চা করার সুযোগ দেওয়া হবে বন্দিদের৷ প্রতিটি সেশনে জিম ব্যবহার করতে পারবেন ২০ থেকে ২৫ জন বন্দি৷  তবে দাগী আসামী ও গ্যাংস্টারদেরও এই সুযোগ দেওয়া হবে কিনা, তা এখনও চুড়ান্ত হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ