Advertisement
Advertisement
হরিয়ানা

হরিয়ানায় উলটপুরাণ, ‘কিংমেকার’ হতে চলেছেন জেজেপি সুপ্রিমো দুষ্মন্ত চৌটালা

মাত্র ১০ মাসের দল জননায়ক জনতা পার্টি (জেজেপি)।

Haryana Election Results 2019: Dushyant Chautala turns king maker
Published by: Subhamay Mandal
  • Posted:October 24, 2019 11:58 am
  • Updated:October 24, 2019 11:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দশ মাস বয়স। আর সেই নবীন দলই চমক দিতে চলেছে হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফলাফলে। বছর ঘুরতে না ঘুরতেই হরিয়ানায় কিংমেকার হতে চলেছেন দুষ্মন্ত চৌটালা। গতবছর ডিসেম্বর মাসে পারিবারিক বিবাদের জেরে হরিয়ানার ইন্ডিয়ান লোক দল থেকে বহিষ্কৃত হন দুষ্মন্ত সিং চৌটালা। তার আগে অক্টোবরে অভয় চৌটালাকে গোহানার সভায় হেনস্তার অভিযোগ উঠেছিল দুষ্মন্তের বিরুদ্ধে।

সেইবছরই জননায়ক জনতা পার্টি নামে নতুন দল গঠন করেন চৌটালা। হরিয়ানায় জননায়ক হিসাবে পরিচিত ছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং দুবারের মুখ্যমন্ত্রী চৌধুরি দেবী লাল। সেই জননায়ক নাম দিয়েই নতুন দল গঠন করেন দুষ্মন্ত। নয়া দল গঠন করার ১০ মাসের মধ্যেই চমকে দিয়েছেন তিনি। প্রাথমিক ট্রেন্ডে অন্তত ১১টি আসনে এগিয়ে রয়েছে তাঁর দল।

Advertisement

[আরও পড়ুন: দুই রাজ্যে বিধানসভা ভোটের ফল LIVE: মহারাষ্ট্রে গেরুয়া ঝড়, হরিয়ানা নিয়ে চিন্তায় বিজেপি]

এদিকে, হরিয়ানা বিধানসভায় বিজেপি-কংগ্রেসের লড়াইয়ে লাভবাবন হয়েছে জেজেপি। প্রাথমিক ট্রেন্ডে বেকায়দায় পড়ে গিয়েছে বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের বিজেপি। তুলনামূলক ভাল ফলের দিকে এগোচ্ছে ভুপিন্দর সিং হুডার কংগ্রেস। যা ট্রেন্ড তাতে ফলাফল ত্রিশঙ্কুর হওয়ার সম্ভাবনা প্রবল। সেখানে ১০ মাসের দল জেজেপি চমকপ্রদ ফল করতে চলেছে। আর কিংমেকার হতে চলেছেন দুষ্মন্ত সিং চৌটালা। সূত্রের খবর, বিজেপি-কংগ্রেস দুই শিবিরই জেজেপিকে কাছে টানা চেষ্টা শুরু করে দিয়েছে। কিন্তু চৌটালা মুখ্যমন্ত্রিত্বের দাবি জানিয়েছেন।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ