Advertisement
Advertisement

ছিঃ! ১৪২ ছাত্রীকে যৌন হেনস্তায় অভিযুক্ত খোদ সরকারি স্কুলের প্রিন্সিপাল

অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তে নেমেছে পুলিশ।

Haryana principal allegedly sexually harassed 142 girls in school | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 23, 2023 3:21 pm
  • Updated:November 23, 2023 3:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার (Hariyana) একটি সরকারি স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। ১৪২ জন ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। শুরুতে ৬০ জন ছাত্রী প্রিন্সিপালের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেও পরে সেই সংখ্যা পৌঁছায় ১৪২-এ। অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত পক্রিয়া শুরু হতেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে সরকারি স্কুলের ওই প্রিন্সিপালকে।

‘সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি’র তদন্তে জানা গিয়েছে, বছর ৫৫-র ওই প্রিন্সিপালের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ অভিযোগ জমা পড়ছিল। শেষ পর্যন্ত হরিয়ানার মহিলা কমিশনের তৎপরতায় ব্যবস্থা নেওয়া হয় অভিযুক্তের বিরুদ্ধে। গত ১৪ সেপ্টেম্বর ১৪২ ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের করেন হরিয়ানার মহিলা কমিশনের প্রধান রেনু ভাটিয়া। যদিও মাস দেড়েক বাদে ৩০ অক্টোবর প্রিন্সিপালকে বরখাস্ত করে শিক্ষ দপ্তর। অন্যদিকে গত ৬ নভেম্বর গ্রেপ্তার করা হয় তাঁকে।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: করোনার পর এবার ‘রহস্যজনক’ নিউমোনিয়া! নয়া আতঙ্কে কাঁপছে চিন, সতর্ক করল WHO]

জানা গিয়েছে, রাজ্যের জিন্দ জেলায় রয়েছে স্কুলটি। আপাতত স্কুল ও অভিযুক্ত প্রিন্সিপালের নাম-ঠিকানা প্রকাশ্যে আনা হয়নি। এদিকে গোটা ঘটনায় বেজায় অস্বস্তিতে রাজ্য প্রশাসন। দোষী সাব্যস্ত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে, প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

 

[আরও পড়ুন: ‘রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে’, সোশাল মিডিয়া পোস্ট কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ