Advertisement
Advertisement

আবার প্রবাহিত হবে পুণ্যতোয়া সরস্বতী!

আবার জলসিঞ্চনে সে সরস্বতীর প্রবাহকে বাঁচিয়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে৷

Haryana-Set-To-Release-Water-Into-Saraswati-River-Route-Discovered-After-4000-Years
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 22, 2016 9:21 pm
  • Updated:July 22, 2016 9:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৈদিক সভ্যতার ধাত্রী নদী ছিল সরস্বতী৷ এ নদীর পুণ্য জলধারাতেই শস্যশ্যামলা হযে উঠেছিল প্রাচীন সভ্যতা৷ অনার্য অধ্যুষিত পশপুালনের ভারত থেকে আর্যদের কৃষি সভ্যতার ভারতভূমি হয়ে ওঠার পথে সহায়ক হয়েছিল এ পূণ্য জলধারাই৷ কিন্তু কালের নিয়মে একদিন হারিয়ে গিয়েছিল ব্রহ্মার এ মানসকন্যার যাত্রাপথ৷ তারপর কেটে গিয়েছে বহু বছর৷ সম্প্রতি অনেক খোঁজাখুজির পর চিহ্নিত করা সম্ভব হয়েছে সে নদীর গতিপথ৷ আবার জলসিঞ্চনে সে নদীর প্রবাহকে বাঁচিয়ে তোলারও পরিকল্পনা নেওয়া হয়েছে৷

মনে করা হয়, যমুনা নদীর গতিপথ পরিবর্তনের ফলেই হারিয়ে গিয়েছিল সরস্বতী৷ ভূ-অভ্যন্তরে গঠনগত পরিবর্তনের ফলেই সরস্বতীর এই পরিণতি বলে মনে করেন বিজ্ঞানীরা৷ তবে বিশ্বাস করা হয়, আজও প্রয়াগে গঙ্গা-যমুনার জলস্রোতের নীচেই প্রবাহিত হয় সরস্বতীর জলধারা৷ আর তাই ত্রিবেণীতে আজও পুণ্যস্নান করেন অনেকে৷ সরস্বতীর প্রবাহ পথের খোঁজে দীর্ঘদিন সন্ধান চালিয়েছেন বিজ্ঞানীরা৷ সম্প্রতি স্বীকৃত যে প্রবাহপথটি আবিষ্কৃত হয়েছে সেটি গিয়েছে যমুনানগর, কুরুক্ষেত্র ও কৈথাল জেলার উপর দিয়ে৷ এবার এ পথে জলসিঞ্চন করে সরস্বতীর প্রবাহকে নতুন জীবন দেওয়ার পরিকল্পনা নিল হরিয়ানা সরকার৷

Advertisement

সরস্বতী হেরিটেজ ডেভেলপমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই পরিকল্পনা নেওয়া হয়েছে৷ পরিকল্পনার কথা জানিয়ে সংস্থার চেয়ারম্যান প্রশান্ত ভরদ্বাজ বলেন, ‘দাদুপুর ফিডার থেকে প্রাথমিকভাবে জল সিঞ্চন করা হবে৷ পরে জলাধার থেকে জল দেওয়া হবে৷ এছাড়া বর্ষার জলও সঞ্চয় করা হবে৷ সব মিলিয়ে সরস্বতীর আবার যাতে প্রবাহিত হতে পারে তার সব পরিকল্পনা নেওয়া হয়েছে৷’

সরস্বতীর সঙ্গে বৈদিক সভ্যতার যোগ থাকায় ধর্মপ্রধান দেশে নদীটির আলাদা মাহাত্ম্য আছে৷ জলধারা যদি আবার প্রবাহিত হয় তবে পর্যটন ক্ষেত্রে যে বিপুল সাড়া ফেলবে, তা বলাই বাহুল্য৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement