Advertisement
Advertisement

শহিদের সম্মান সিমি জঙ্গিদের হাতে নিহত কনস্টেবলকে

জঙ্গিরা নৃশংসভাবে গলা কেটে হত্যা করে রামশঙ্কর যাদবকে৷

Head Constable Killed by SIMI men was preparing for Daughter's Wedding
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 1, 2016 3:50 pm
  • Updated:November 1, 2016 3:50 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাত্র মেয়ের বিয়ে৷ তাই খুশির অন্ত ছিল না৷ ব্যস্ততাও ছিল তুঙ্গে৷ কাজের ফাঁকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন৷ ভেবেছিলেন ধুমধাম করে মেয়ের বিয়ে দেবেন৷ কিন্তু, তা আর হয়ে উঠল না হেড কনস্টেবল রামশঙ্কর যাদবের৷ জঙ্গিদের হাতে নৃশংসভাবে খুন হতে হল তাঁকে৷

আট সিমি জঙ্গির পালানোর পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন ভোপাল সেন্ট্রাল জেলের হেড কনস্টেবল৷ গলা কেটে তাঁকে খুন করে পালায় জঙ্গিরা৷ বেশি দূর অবশ্য পালাতে পারেনি জঙ্গিরা৷ পুলিশের গুলিতে খতম আটজনই৷ তা নিয়ে আবার শুরু হয়েছে বিতর্ক৷ ফেক এনকাউন্টারের অভিযোগ আনা হয়েছে৷

Advertisement

তবে এই বিতর্কে আর কিছু এসে যায় না রামশঙ্করের পরিবারের৷ আকস্মিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার৷ ৯ ডিসেম্বর বিয়ে হওয়ার কথা ছিল রামশঙ্করের মেয়ে সোনিয়ার৷ দুই ভাই শম্ভুনাথ ও প্রভুনাথ সেনাবাহিনীতে রয়েছে৷ একজন গুয়াহাটিতে কর্মরত, আরেকজন হিসার এলাকায় রয়েছেন৷ তাঁরা এলেই রামশঙ্করের শেষকৃত্য সম্পন্ন হবে৷ এরপর সিদ্ধান্ত নেওয়া হবে সোনিয়ার বিয়ে পিছিয়ে দেওয়া হবে না একই দিনে হবে৷

Advertisement

ফেক এনকাউন্টারের অভিযোগ উঠলেও, রামশঙ্করকে শহিদের সম্মানই দিচ্ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ জানিয়েছেন, জঙ্গিদের আটকাতে গিয়েই আত্মবলিদান দিয়েছেন রামশঙ্কর৷ তাঁর মৃত্যু নিয়ে কোনওরকম রাজনীতি যে কাঙ্খিত নয়, তা স্পষ্টই জানিয়েছেন তিনি৷ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কথায়, ভোট ব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে অনেকেই জওয়ানের মৃত্যুকেও সহ্য করতে পারছেন না৷ মুখ্যমন্ত্রীর তরফে মৃতের পরিবার ও তাঁর মেয়ের বিয়ের জন্য অর্থসাহায্য করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ