BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

কেমন হবে ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ বিপিন রাওয়াতের ইউনিফর্ম  

Published by: Monishankar Choudhury |    Posted: December 31, 2019 4:52 pm|    Updated: December 31, 2019 4:52 pm

Here is what CDS Bipin Rawat's new uniform will look like

বিপিন রাওয়াত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ পদের দায়িত্ব নিয়েই পাকিস্তান ও চিন সম্পর্কে নতুন পরিকল্পনা তৈরি করছেন জেনারেল বিপিন রাওয়াত। নয়া পদে কীভাবে সেনার কর্মক্ষমতা বাড়িয়ে তুলবেন তিনি, তা নিয়ে চলছে জল্পনা। তবে নয়া পদের জন্য কেমন হবে তাঁর পরিধান? এনিয়েও চলছে জল্পনা।

জানা গিয়েছে, এবার নয়া বেল্ট বাকল, শোল্ডার পিক ক্যাপ ও গাড়িতে নয়া ফ্ল্যাগও পাবেন তিনি। নয়া পোশাকে সেনার তিনটি বাহিনীরই প্রতীক থাকবে। তবে CDS কার্যালয়ে তিন বাহিনীর পতাকা থাকবে কি না? তা জানা যায়নি। উল্লেখ্য, ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ সরকারের প্রতিরক্ষা ও সামরিক বিষয়ের প্রধান উপদেষ্টা৷ এই পদের অধিকারি সরকার ও সেনার মধ্যে ‘সিঙ্গল পয়েন্ট অফ কন্ট্যাক্ট’ হিসেবে কাজ করবেন৷ ফোর স্টার জেনারেল পদ মর্যাদার হলেও তিন বাহিনীর প্রধানের উপরে থাকবেন তিনি৷ শুধু তাই নয়, ভারতীয় সেনার তিন বাহিনী- স্থল, বায়ু ও নৌসেনার মধ্যে সমন্বয় বজায় রেখে অস্ত্র কেনা থেকে শুরু করে প্রশিক্ষণ ও কৌশলগত মোতায়েনের উপর নজর রাখবেন ‘চিফ অফ ডিফেন্স স্টাফ’ বা CDS৷ বিশেষ করে, আণবিক শক্তিধর দেশ হওয়ায়, পারমাণবিক অস্ত্র তথা হামলা সংক্রান্ত সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হবেন CDS৷

প্রসঙ্গত, আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের তাবড় দেশগুলিতে চিফ অফ ডিফেন্স স্টাফ’ পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ব্রিটিশ সেনার তিন বাহিনীর সমস্ত অভিযান ও কৌশলগত ফৌজ মোতায়েনের বিষয়টি ন্যস্ত থাকে CDS-এর হাতে৷ এর ফলে লাল ফিতের জটে অযথা সময় নষ্ট হয় না৷ কান্দাহার বিমান অপহরণ মামলায় সেনা ও সরকারের আমলাতন্ত্রের জটে পড়ে কার্যত হাত গুটিয়ে বসে থাকতে হয়েছিল কমান্ডোদের৷ CDS পদ তৈরি হলে এহেন জটিল সিদ্ধান্ত নেবেন তিনিই৷ ফলে বাঁচবে সময়৷ সরাসরি তিন বাহিনীর প্রধানের সঙ্গে আলোচনা করার ফলে যৌথভাবে অভিযানের পথ আর মসৃণ হবে৷      

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে