Advertisement
Advertisement

Breaking News

খাওয়া সেরে তবেই অনশনের মঞ্চে, মোদিকে বিঁধল কংগ্রেস

সমালোচনার ঝড় দেশ জুড়ে৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 12, 2018 9:29 pm
  • Updated:April 12, 2018 9:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, ততই বিড়ম্বনা বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ বিরোধীদের চাপে ফলতে গিয়ে নিজের তৈরি ফাঁদে নিজেকে জড়িয়ে ফের বিতর্কের অলিন্দে মোদি৷ সৌজন্যে চেন্নাইয়ে বিজেপির প্রতীকী অনশন৷ কংগ্রেসের অভিযোগ, রাজধানী থেকে চেন্নাই যাওয়ার পথে বিমানে প্রাতরাশ সারেন মোদি৷ তারপর বিমান থেকে অনশন মঞ্চে হাজির হন দেশের প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদির এহেন অনশনের খবর দেশের প্রথম শ্রেণির সংবাদমাধ্যমে প্রকাশ হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক৷ শুরু হয়েছে সমালোচনার ঝড়৷

[  আগ্রায় প্রবল ঝড়-বৃষ্টি, ভেঙে পড়ল তাজমহলের স্তম্ভ ]

Advertisement

লক্ষ্য ছিল একদিনের প্রতীকী অনশন করে বিরোধীদের প্যাঁচে ফেলবেন৷ যেহেতু এবারের বাজেট অধিবেশনে বিরোধীদের প্রবল বিদ্রোহ রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল মোদি সরকারের, সেহেতু বিজেপির তরফেও পালটা ছক কষে রাখা হয়েছিল অনেক আগেই৷ বলা হয়েছিল, অনুরোধেও সংসদে কাজের পরিবেশ ফেরানো যায়নি, দিনের পর দিন স্তব্ধ থেকেছে সংসদের দুই কক্ষই৷ তাই বিরোধীদের প্যাঁচে ফেলার লক্ষ্যে ও সংসদের অচল পরিস্থিতি ফেরানোর জন্য অনশনের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী৷ আজ ছিল সেই অনশন কর্মসূচি৷

Advertisement

[  আসিফার ধর্ষক ও খুনিদের শাস্তির দাবিতে সরব গোটা দেশ, পাশে কেন্দ্রও ]

তবে, এই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে এতবড় বিভ্রাট করে বসবেন মোদি, তা অতিবড় মোদিভক্ত বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি৷ আর মোদির এই ছোট ভুলকে পুঁজি করে দেশের রাজনৈতিক মঞ্চ কাঁপাতে শুরু করল কংগ্রেস৷
মোদির বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তুললেন কংগ্রেসের মুখপাত্র? এদিন তিনি তাঁর নিজের টুইটারে একটি ছবি পোস্ট করেন৷ ছবিতে দুই অংশে চিহ্নিত করে তিনি দাবি করেন, মোদি চেন্নাই যাওয়ার পথে বিমানে উঠে প্রাতরাশ সারেন৷ এবং প্রাতরাশ করার পর অনশনে যোগ দেন৷ এরপরই তিনি প্রশ্ন তোলেন, প্রাতরাশ করে কীভাবে মোদি অনশন মঞ্চে যোগ দিলেন?

তবে, মোদির বিরুদ্ধে ওঠা কংগ্রেসের এই অভিযোগ পুরোপুরি খারিজ করে দেয় বিজেপি৷ অভিযোগ উড়িয়ে বলা হয়, মোদির পুরানো কোনও সফরের তালিকা বিক্রিত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে৷ নতুন বিমান সফর তালিকায় মোদি নাকি কিছুই খাননি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ