Advertisement
Advertisement

হায়দরাবাদে পানীয় জলে মিলল পোলিওর ভাইরাস!

‘হু’-র দেওয়া এই তথ্য জানার পরই সতর্ক হয়েছে তেলেঙ্গানা প্রশাসন৷ রাজ্যজুড়ে পোলিও সচেতনতা শিবির শুরু করেছে তারা৷ আগামী সাতদিন ধরে চলবে এই সচেতনতা শিবির৷

’High Alert’ In Hyderabad After Polio Virus Strain Found In Sewage
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2016 5:18 pm
  • Updated:June 15, 2016 5:18 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পোলিওমুক্ত ভারতে ফের খোঁজ মিলল বিপজ্জনক পোলিও ভাইরাসের৷ সম্প্রতি হায়দরাবাদের একটি নর্দমা থেকে সংগৃহীত জলে এই ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংগঠন ‘হু’ জানিয়েছে ওই ভাইরাস পোলিও ভ্যাকসিনজাত টাইপ টু শ্রেণিভুক্ত৷ যা পোলিও রোগের জীবাণু ছড়াতে সক্ষম৷

২০১৪ সালের মার্চ মাসে ভারতকে পোলিওমুক্ত দেশ বলে ঘোষণা করেছিল ‘হু’৷ সম্প্রতি সেই ‘হু’-র সংগৃহীত নমুনা থেকেই পাওয়া গেল পোলিও ভাইরাস৷ আন্তর্জাতিক স্বাস্থ্য সংগঠনটি জানিয়েছে, পোলিওমুক্ত দেশগুলিতে রুটিন পরীক্ষা হিসাবেই নির্দিষ্ট সময় অন্তর নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিরীক্ষা করা হয়৷ সেই রুটিন পরীক্ষাতেই মেলে এই ভাইরাসের উপস্থিতি৷ হায়দরাবাদের আম্বরপেট খাল থেকে সংগৃহীত জলে ওই টাইপ টু ভ্যাকসিনজাত পোলিও ভাইরাসের খোঁজ মেলে৷

Advertisement

হু জানিয়েছে, ওই ভাইরাস দেহজাত৷ অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার পর শরীর থেকে বেরনো বর্জ্য পদার্থের সাহায্যে জলে মিশেছে৷ ‘হু’-র দেওয়া এই তথ্য জানার পরই সতর্ক হয়েছে তেলেঙ্গানা প্রশাসন৷ রাজ্যজুড়ে পোলিও সচেতনতা শিবির শুরু করেছে তারা৷ আগামী সাতদিন ধরে চলবে এই সচেতনতা শিবির৷ সেই সঙ্গে ‘হু’-র তরফেও চলেছে ওই পোলিও ভাইরাস ও তার সূত্র নিয়ে গবেষণা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ