Advertisement
Advertisement
Himanta Biswa Sharma

কেন্দ্রীয় প্রকল্পে ১০ কোটি টাকা ভরতুকি পেয়েছেন অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী! বিস্ফোরক অভিযোগ বিরোধীদের

একের পর এক দুর্নীতির অভিযোগ অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে।

Himanta Biswa's wife got ₹10 crore govt subsidy? Assam CM refutes Cong charge | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 13, 2023 5:11 pm
  • Updated:September 13, 2023 5:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দুর্নীতির অভিযোগ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রী রিনিকি ভুঁইয়া শর্মার বিরুদ্ধে। জমি দুর্নীতি, পিপিই কিট কেলেঙ্কারির অভিযোগের পর এবার প্রভাব খাটিয়ে কেন্দ্রীয় প্রকল্পে ১০ কোটি টাকা ভরতুকি আদায়ের অভিযোগ রিনিকি ভুঁইয়ার বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রীর সংস্থা ‘কিষান সম্পদ’ প্রকল্পের অধীনে ভরতুকি পেয়েছেন।

এই অভিযোগ প্রথম প্রকাশ্যে এনেছিলেন অসমের কংগ্রেস (Congress) নেতা গৌরব গগৈ। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ কৃষকদের জন্য ‘কিষান সম্পদ’ প্রকল্পে ভরতুকির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু অসমের মুখ্যমন্ত্রী প্রভাব খাটিয়ে নিজের পরিবারের জন্যেও ভরতুকির বন্দোবস্ত করে ফেলেছেন।” ওই একই অভিযোগে সরব হয় তৃণমূল কংগ্রেসও। আসলে এক সংবাদমাধ্যমের দাবি, রিনিকির সংস্থা প্রথমে বেআইনিভাবে প্রচুর কৃষিজমি কিনেছে। তারপর সেটাকে রাতারাতি শিল্পোদ্যোগী জমি হিসাবে চিহ্নিত করে ফেলেছেন। সেই সংস্থাই ‘অ্যাগ্রো প্রসেসিং ক্লাস্টার’ নির্মাণ প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সাহায্যের আবেদন করে এবং ১০ কোটি টাকা পেয়েও যায়।

Advertisement

[আরও পড়ুন: বক্স অফিস কাঁপিয়ে শীঘ্রই ওটিটিতে আসছে ‘জওয়ান’, কত টাকায় বিক্রি হল শাহরুখের এই ছবি?]

খোদ মুখ্যমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। স্বাভাবিকভাবেই হিমন্ত বিশ্বশর্মার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠহে। ওই অভিযোগ অবশ্য পরক্ষণেই খারিজ করে দেন হিমন্ত বিশ্বশর্মা। পালটা তিনি দাবি করেন, “আমার স্ত্রী যে কোম্পানির সঙ্গে যুক্ত, সেই সংস্থার কেউই সরকারের থেকে কোনও আর্থিক ভরতুকি নেননি।”

Advertisement

[আরও পড়ুন: টেমসের মতো গঙ্গার পাড় সাজাবে রাজ্য, জলে নামবে দূষণহীন আধুনিক জলযান]

কিন্তু হিমন্তর সেই দাবি মানেননি গৌরব। এবার সরাসরি কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের ওয়েবসাইটের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন,”খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের ওয়েবসাইট স্পষ্ট ভাবে ব্যক্তিটির নাম এবং তিনি যে কোম্পানির সঙ্গে যুক্ত তা বলা হয়েছে। ১০ কোটি সরকারি অনুদানও অনুমোদনের কথা জানানো হয়েছে।” তারপরই তাঁর কটাক্ষ, ওই ওয়েবসাইট হ্যাক হয়েছে মনে করলে সংশ্লিষ্ট দপ্তরকে জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ