BREAKING NEWS

১৬ চৈত্র  ১৪২৯  শুক্রবার ৩১ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

মুম্বইতে বাড়ি ভেঙে মৃত ৩ আবাসিক

Published by: Sangbad Pratidin Digital |    Posted: December 15, 2016 10:56 am|    Updated: December 15, 2016 11:00 am

House collapsed in Mumbai’s Mankhurd area

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে মুম্বইয়ে বাড়ি ভেঙে মৃত্যু হল ৩ আবাসিকের৷ আহত কমপক্ষে এগারো জন৷ সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে মুম্বইয়ের মানখুর্দ এলাকায়৷

জানা গিয়েছে, বাড়িটিতে যৌথভাবে থাকত তিনটি পরিবার৷ প্রত্যেকেই সকালে ঘুমের মধ্যে ছিলেন যখন এই ঘটনা ঘটে৷ স্থানীয় বাসিন্দারাই সবার প্রথমে উদ্ধারকাজে হাত লাগান৷ পরে বিএমসি’র বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়৷ ১৪ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়৷ হাসপাতালেই তিন জনের মৃত্যু হয়৷ মৃতদের নাম রেখা ওয়াংখেড়ে (৩০), শঙ্কর ওয়াংখেড়ে (৩৮) এবং কস্তুরবা ওয়াংখেড়ে (৬০)৷

কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ৷ তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, উপযুক্ত পরিকাঠামো ছাড়া বেআইনিভাবে বাড়ি নির্মাণেরই ফলশ্রুতি এই ঘটনা৷

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে