BREAKING NEWS

১৬ জ্যৈষ্ঠ  ১৪৩০  বুধবার ৩১ মে ২০২৩ 

READ IN APP

Advertisement

ভরা প্ল্যাটফর্মে স্ক্রিনে ভেসে উঠল পর্ন ছবি, শীৎকারে শোনাই গেল না ট্রেনের ঘোষণা!

Published by: Sayani Sen |    Posted: March 20, 2023 2:02 pm|    Updated: March 20, 2023 2:02 pm

Hundreds of people blushing after an adult film played on the TV screens installed at Bihar’s Patna railway station । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারও সঙ্গে পরিবারের লোকজন। আবার কেউ বা একাই দাঁড়িয়ে রয়েছেন স্টেশনে। তাকিয়ে রয়েছেন স্টেশনে থাকা টিভি স্ক্রিনে। ট্রেনের টাইম শুনবেন বলে কান খাড়া। তারই মাঝে স্টেশনে থাকা টিভির পর্দায় ভেসে উঠল নীল ছবি। সশব্দে চলল অন্তত তিন মিনিটে। এই ঘটনার সমালোচনায় সরব প্রায় সকলেই।

ঘটনাস্থল বিহারের পাটনা স্টেশনের ১০ নম্বর প্ল্যাটফর্ম। ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৯টা হবে। রবিবার, ছুটির দিন তাই কিছুটা অলস ভঙ্গিমায় স্টেশনে যাতায়াত করছিলেন যাত্রীরা। ঠিক সেই সময় ১০ নম্বর প্ল্যাটফর্মের একের পর এক স্ক্রিনে ভেসে ওঠে পর্ন ছবি। প্রায় মিনিট তিনেক তা দেখানোও হয়। স্টেশনে থাকা প্রায় সকলেই অস্বস্তিতে পড়ে যান।

[আরও পড়ুন: স্বরা ভাস্করের রিসেপশনে যেতে না পারায় চিঠি মমতার, কী লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী?]

গোটা বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানানো হয়। রেলের তরফে জানানো হয়েছে, ১০ নম্বর প্ল্যাটফর্মের টিভির দায়িত্বে রয়েছে ‘দত্ত কমিউনিকেশন’ নামে একটি সংস্থা। বিজ্ঞাপন কিংবা জনসচেতনতামূলক প্রচারের পরিবর্তে কীভাবে অশ্লীল ভিডিও চলল, তা খতিয়ে দেখতে শুরু তদন্ত। ওই সংস্থাটির বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর দায়ের করা হয়েছে। সংস্থাটিকে কালো তালিকাভুক্তও করা হয়েছে। মোটা অঙ্কের জরিমানা দিতে বলা হয়েছে বলেও খবর।

[আরও পড়ুন: মাদক পাচারের পর্দাফাঁস, মুর্শিদাবাদে এসটিএফের হাতে গ্রেপ্তার ভিনরাজ্যের যুবক-সহ ৪]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে