Advertisement
Advertisement

Breaking News

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, বরখাস্ত হলেন হায়দরাবাদের ট্রাফিক পুলিশকর্মী

ইতিমধ্যে প্রায় ৫ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন।

Hyderabad cop caught on camera taking bribe, suspended
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 25, 2017 7:26 am
  • Updated:December 28, 2019 3:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইক আরোহীর মাথায় হেলমেট নেই। প্রথমে আটক করলেও পরে কিছু টাকার বিনিময়ে তাঁকে ছেড়ে দিচ্ছে পুলিশ। গোটা দেশে এমন ঘটনা হামেশাই দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও এই ধরণের বহু ভিডিও দেখতে পাওয়া যায়। আর এরকমই একটি ভিডিওর দৌলতে বিপাকে পড়লেন এন সত্যবিষ্ণু নামে হায়দরাবাদের এক ট্রাফিক কনস্টেবল। গত ১৭ ফেব্রুয়ারি তাঁর ঘুষ নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তারপর থেকেই ভাইরাল হয়ে যায় সেটি। আর সেই ভিডিওটির ভিত্তিতেই এবার বরখাস্ত করা হল সত্যবিষ্ণুকে।

[OMG! এই রাজ্যে মুক্তি নাও পেতে পারে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’!]

গত ১৭ ফেব্রুয়ারি হিমায়ত নগর এলাকায় কর্তব্যরত ছিলেন সত্যবিষ্ণু। তখনই হেলমেট না পরার জন্য এক ব্যক্তিকে আটক করেন তিনি। কিন্তু জরিমানা করার বদলে কিছুক্ষণ কথা বলার পর ওই ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে তাঁকে ছেড়ে দেন ট্রাফিক কনস্টেবল সত্যবিষ্ণু। কিন্তু তিনি খেয়াল করেননি শ্রীধর ভেমুলা বলে এক ব্যক্তি গোটা ঘটনাটি নিজের মোবাইলে বন্দি করে নিয়েছেন। এরপরেই শ্রীধর ভিডিওটি হায়দরাবাদ পুলিশের ফেসবুক পেজে পোস্ট করেন। ভাইরাল হয়ে যাওয়া ভিডিওটি ইতিমধ্যেই পাঁচ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। শেয়ার করা হয় ১০ হাজারের বেশি বার। ফেসবুকে ভিডিওটি দেখার পর অনেকেই পুলিশের এই কাজের নিন্দা করেন।

Advertisement

তবে ঘটনাটি সামনে আসার পরেই নড়েচড়ে বসে হায়দরাবাদ পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই তাঁদের তরফ থেকে জানান হয়, ওই কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর ২০ ফেব্রুয়ারি জানান হয়, ওই কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। পাশাপাশি এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ওই কনস্টেবলের বিরুদ্ধে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ