সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন সহকর্মীর দেওয়া বিয়ের প্রস্তাব নাকচ করেছিলেন যুবতী। ‘অপরাধে’ সহকর্মীর ছুরির আঘাতে খুন হলেন তিনি। মৃতের নাম বি জানকী (২৩)। এই ঘটনায় অভিযোগের তির প্রাক্তন সহকর্মী অনন্তের দিকে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।জেরায় নিজের দোষ কবুল করেছে অনন্ত। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মুসাপেট এলাকায়।
[অশোকনগরে অস্ত্র কারখানার হদিশ, আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার ২]
জানা গিয়েছে, মৃত জানকী পেশায় সেলস গার্ল। বাড়ি অন্ধ্রপ্রদেশের সিরকাকুলাম এলাকায়। কর্মসূত্রেই তিনি হায়দরাবাদে মেসে থাকতেন। শহরের এক জনপ্রিয় সুপার মার্কেটের সেলস গার্ল ছিলেন তিনি। সেখানেই এক সময় কাজ করত অনন্ত। কর্মক্ষেত্র বদলে গেলও অনন্তের সঙ্গে যোগাযোগ ছিল জানকীর। সেই সূত্রেই তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল অনন্ত। জানকী সেই প্রস্তাবে সম্মতি জানায়নি। রাগ জমেছিল অনন্তর মনে। গতকাল প্রতিশোধ নিতেই জানকীর ভাড়াবাড়িতে আসে সে। অভিযোগ, সেখানেই ছুরির আঘাতে তঁকে খুন করে অনন্ত। সেই সময় রুমমেটদের অন্য কেউ ঘরে না থাকায় নির্দ্বিধায় কাজ সেরে বেরিয়েও যায়। পরে রক্তাক্ত অবস্থায় জানকীকে দেখতে পান তাঁরই এক রুমমেট। খবর যায় পুলিশে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অনন্তকে গ্রেপ্তার করেছে। জেরায় খুনের অপরাধ স্বীকার করেছে ধৃত।
গত ডিসেম্বরে বিয়ের প্রস্তাব নাকচ করায় প্রেমিকের হাতে ছুরিকাহত হয়েছিলেন প্রেমিকা। প্রেমিকাকে মেরে ফেলবার পর বিষ খেয়ে আত্মহত্যা করেছিল বছর ২৪-র সেই প্রেমিক। ঘটনাটি ঘটেছিল হায়দরাবাদের এক প্রাথমিক বিদ্যালয়ে। প্রেমিকের ছুরির আঘাতে খুনের ঘটনা ঘটে। প্রাক্তন প্রেমিকার এনগেজমেন্টের আগেরদিনই ঘটনাটি ঘটে। মৃত যুবতীর নাম গায়ত্রী। অভিযুক্ত যুবকের নাম জি শ্রীকান্ত। দুজনেই ইয়াদগারিপল্লির বাসিন্দা। অন্ধ্রপ্রদেশের আদিলাবাদ জেলার ২০১৪-তেই এমন ঘটনা ঘটে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৪ বছরের কিশোরীকে খুন করে প্রস্তাবকারী যুবক। রাতে ওই কিশোরীর বাড়ির মধ্যে ঢোকে অভিযুক্ত রবি। তারপর ঘুমন্ত কিশোরীকে এলোপাথাড়ি ছুরির আঘাতে খুন করে।
[মেয়ের বিয়ের নিমন্ত্রণপত্রে সরকারি লোগো, বিতর্কে বিজেপি বিধায়ক]