Advertisement
Advertisement

প্রশ্রয় দিইনি দুর্নীতিকে, দ্বিতীয় বর্ষপূর্তিতে মন্তব্য মোদির

২০১৪ সালে বিপুল ভোটে জয়ী হয়ে মসনদে বসেন নরেন্দ্র দামোদরদাস মোদি৷ তারপর নয় নয় কেটে গিয়েছে দুটো বছর৷ মাঝে মধ্যে স্মৃতি ইরানি বা ভি কে সিংয়ের মতো কেউ কেউ ছুটকো ছাটকা মন্তব্য করে বিতর্কে জড়ালেও দুর্নীতির অক্টোপাস জালকে ছিঁড়ে ফেলেছে নমো সরকার৷ তিনি প্রশয় দেননি কোনও ধরনের দুর্নীতিকে৷ দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে বিখ্যাত মার্কিন প্রতিষ্ঠান ওয়ালস্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন নরেন্দ্র মোদি৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 26, 2016 2:48 pm
  • Updated:May 26, 2016 2:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউপিএ সরকারের আমলে ঘটেছিল কমনওয়েলথ গেমস-কাণ্ড, ঘটেছিল স্পেকট্রাম-কাণ্ডের মতো দুর্নীতিও৷ ২০১৪ সালে বিপুল ভোটে জয়ী হয়ে মসনদে বসেন নরেন্দ্র দামোদরদাস মোদি৷ তারপর নয় নয় কেটে গিয়েছে দুটো বছর৷ মাঝে মধ্যে স্মৃতি ইরানি বা ভি কে সিংয়ের মতো কেউ কেউ ছুটকো ছাটকা মন্তব্য করে বিতর্কে জড়ালেও দুর্নীতির অক্টোপাস জালকে ছিঁড়ে ফেলেছে নমো সরকার৷ তিনি প্রশয় দেননি কোনও ধরনের দুর্নীতিকে৷ দ্বিতীয় বর্ষপূর্তির প্রাক্কালে বিখ্যাত মার্কিন প্রতিষ্ঠান ওয়ালস্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন নরেন্দ্র মোদি৷

সেই সঙ্গে মোদির দাবি, কঠোর হাতে দমন করেছি সমস্ত রকমের দুর্নীতি এবং বিদেশের মাটিতে ভারতকে শ্রেষ্ঠ আসনে বসিয়েছি৷ বিভিন্ন আর্থিক সংস্কারের প্রকল্প আনা হয়েছে৷ দেশের উন্নয়নকে শুধু অত্যাধুনিক প্রযুক্তিনির্ভরই বানানো হয়নি৷ সেই সঙ্গে প্রশাসনকেই জনসাধারণের দোরগোড়ায় নিয়ে যাওয়া হয়েছে৷ উন্নয়নের সুযোগ-সুবিধা দেশের আম জনতাও যাতে পায় তাই তাঁদেরও প্রশাসনের অংশ করা হয়েছে৷ বিদেশী বিনিয়োগের রাস্তা সুগম করা হয়েছে৷ শুধু দেশের অভ্যন্তরীণ উন্নয়নই নয় বিদেশের দরবারে তাঁর আমলেই আরও উচ্চস্থান হয়েছে ভারতের৷ বৈদেশিক নীতিনির্ধারণের ক্ষেত্রে ভারত আজ একটি গুরুত্বপূর্ণ অংশীদার৷ এসবই হয়েছে তাঁর মতো কঠোর প্রশাসকের আমলেই৷ তবে জিএসটি বিলটি যে তাঁর গলার কাঁটা তা জানাতেও ভোলেননি নরেন্দ্র মোদি৷ সংসদের চলতি অধিবেশনেই এই বহু প্রতীক্ষিত বিলটি পাস করাতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী মোদি৷

Advertisement

প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের থেকে তিনি কতটা কঠোর প্রশাসক তা ঠারেঠুরে সবসময়ই জানাতে ভোলেন না মোদি৷ সদ্য হওয়া বিধানসভা নির্বাচনে প্রবল পরাক্রমে ফিরে এসেছে মোদি-অমিত শাহ জুটি৷ তাঁরা পকেটে পুরেছেন দীর্ঘদিনের কংগ্রেসের খাসতালুক বলে পরিচিত অসম৷ পাঞ্জাব-উত্তরপ্রদেশের মতো অনেকগুলি রাজ্যে আছে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন৷ একই রকম আছে মোদি ম্যাজিক নাকি ফিকে হয়ে গিয়েছে নমোর জাদুকরী তা বোঝা যাবে সেই নির্বাচনেই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement