Advertisement
Advertisement

রাজনৈতিক বিতর্ক এড়িয়ে রাফালে ওড়ানোর কৌশল রপ্ত করল বায়ুসেনা

যুদ্ধের ময়দানে তর্কের নয়, প্রয়োজন রণকৌশলের।

IAF flies Rafale jet brushing aside political row
Published by: Monishankar Choudhury
  • Posted:September 4, 2018 9:45 am
  • Updated:September 4, 2018 9:45 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধের ময়দানে তর্কের নয় প্রয়োজন রণকৌশলের। তাই রাজনীতিবিদরা রাফালে জুজু দেখলেও, গোপনে ফ্রান্সের যুদ্ধ বিমানটির সঙ্গে সখ্যতা গড়ে তুলছেন ভারতীয় পাইলটরা। সোমবার, প্রবল বিতর্কের মধ্যে ভারতীয় বায়ুসেনার সঙ্গে যৌথ মহড়া দিল তিনটি রাফাল যুদ্ধবিমান।

[শহরে ফের ‘স্কিমার’ আতঙ্ক, লক্ষাধিক টাকা খোয়ালেন যুবক]

Advertisement

সরকারিভাবে জানানো হয়েছে, তিনটি রাফাল যুদ্ধবিমান ছাড়াও প্রায় ১০০ জন বৈমানিক, এটলাস এ-৪০০ এম নামে সেনাবাহিনীর একটি বিমান, সি-১৩৫ নামে জ্বালানি ভরার একটি বিমান এবং একটি এ-৩১০ পণ্য পরিবহণকারী বিমান এসেছে ফ্রান্স থেকে। সোমবার গোয়ালিয়র ও আগ্রায় এই মহড়া হয়। এই মহড়ায় বায়ুসেনার বেশ কয়েকজন পাইলট রাফাল যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম ও সিঙ্গাপুর হয়ে এই তিনটি রাফাল যুদ্ধবিমান শনিবার ভারতে এসে পৌঁছায়।

উল্লেখ্য, ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্য ২০১৬ সালে ভারত ও ফ্রান্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই ৩৬টি বিমানের জন্য ভারতকে খরচ করতে হচ্ছে ৫৮,০০০ কোটি টাকা। ২০১৯-এর সেপ্টেম্বর থেকে ফ্রান্সের কাছ থেকে এই বিমান পেতে শুরু করবে ভারত। ২০২২-এ সবক’টি বিমান দেওয়ার কাজ শেষ হবে। যদিও এই বিমান কেনা নিয়ে কংগ্রেস ইতিমধে্যই নরেন্দ্র মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছে। এই চুক্তির পিছনে বিপুল পরিমাণ টাকা বেআইনি লেনদেন হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। তাদের দাবি, দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে ২০১২-য় প্রতিটি রাফাল যুদ্ধবিমানের দাম স্থির হয়েছিল ৫৬০ কোটি টাকা। কিন্তু কোন মন্ত্রবলে মোদি সরকার সেই বিমানের জন্যই ১৬০০ কোটি টাকা দিতে রাজি হল তা ভাবার বিষয়। কী কারণে ২০১২-র চুক্তি বাতিল হল তা জানাতে হবে মোদি সরকারকে। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী-সহ একাধিক নেতা প্রতিদিনই নিয়ম করে রাফাল নিয়ে মোদি সরকারকে আক্রমণ করে চলেছে। তবে সরকার পক্ষ পাল্টা কংগ্রেসের সব অভিযোগই উড়িয়ে দিয়েছে।

এদিন ফরাসি দূতাবাসের তরফ থেকে জানানো হয়েছে, চুক্তিমতো ভারত ও ফ্রান্সের বায়ুসেনার মধ্যে চারদিনের মহড়া চলবে। ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত যে সম্পর্ক রয়েছে চলতি বছরে তার কুড়ি বছর পূর্ণ হচ্ছে। সেই সম্পর্কের মর্যাদা দিতে এবং দুই দেশের বিশ্বাসের সম্পর্ককে আরও মজবুত করতে এই মহড়ার সিদ্ধান্ত। দেশের বায়ুসেনার এক পদস্থ আধিকারিক এদিন জানিয়েছেন, ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান ও আরও কয়েকটি বিমান এসেছে। ফ্রান্সের সঙ্গে এই যৌথ মহড়ায় দেশের বায়ুসেনা আরও অভিজ্ঞ ও সমৃদ্ধ হবে।

[হরিদেবপুর কাণ্ডে ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে ‘মেডিক্যাল বর্জ্য’]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement