Advertisement
Advertisement

Breaking News

খোলা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করে নজির প্রবীণ  IAS অফিসারের

অনেক ঠুনকো প্রচার-পরিকল্পনার মধ্যেই হাতেকলমে কাজের নমুনা রেখে তাই নজির গড়লেন তিনি৷

IAS officer sets precedence, cleans toilet pit with bare hands
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 28, 2017 9:59 am
  • Updated:February 28, 2017 9:59 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করা নিয়ে এখনও গ্রামেগঞ্জে নানা ছুৎমার্গ৷ বিশেষ এক শ্রেণির মানুষই এ কাজ করে থাকেন৷ তাছাড়া জাতপাতের ব্যাপারও আছে৷ কিন্তু এ সবের তোয়াক্কা করলেন না প্রবীণ আইএএস অফিসার পরমেশ্বরম আইয়ার৷ তেলেঙ্গানার গ্রামে নিজের হাতে খোলা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করে নজির গড়লেন তিনি৷

‘জিনস পরা মহিলাদের পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া উচিত’

টু-পিট টয়লেট প্রযুক্তিতে প্রশিক্ষণ দিতে তিনি গ্রামে গিয়েছিলেন৷ সাধারণত অফিসাররা প্রয়োজনীয় নির্দেশ দিয়েই কাজ সারেন৷ কখনওবা পরিদর্শন করেই ক্ষান্ত হন৷ কিন্তু পরমেশ্বরম সেরকম মানুষই নন৷ স্বচ্ছ ভারত ও খোলা জায়গায় শৌচ রুখতে এই কাজ জরুরি৷ আর তাই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করা আশু প্রয়োজনীয়৷ কোনও কিছুর পরোয়া না করেই তাই তিনি নেমে গেলেন সেই ট্যাঙ্কে৷ নিজের হাতে কাজ করলেন৷ যা দেখে উৎসাহিত গ্রামের সাধারণ মানুষও৷

Advertisement

C47Fa2uVcAAXpUC

Advertisement

টু-পিট টয়লেট টেকনোলজিতে একটি ট্যাঙ্কের মধ্যেই দুটি গর্ত থাকে৷ প্রথমটি বর্জ্য পদার্থে ভর্তি হয়ে গেলে তা চাপা দেওয়া হয়৷ ততক্ষণে দ্বিতীয় গর্তটি ব্যবহার করা যায়৷ ইতিমধ্যে প্রথম গর্তের বর্জ্য মাটিতে পরিণত হয়৷ এবার দ্বিতীয় গর্ত ভর্তি হয়ে গেলে ফের প্রথম গর্তটি ব্যবহার করা যাবে৷ এই হচ্ছে পদ্ধতি৷ এই পদ্ধতি চালু রাখতে গেলে সময় সময় যে কোনও একটি গর্ত পরিষ্কার করতে হয়৷ সেই নমুনা দেখাতে গিয়েই একটি সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে ভিতরে ঢুকে পড়েন পরমেশ্বরম৷ নিজে হাতে পরিষ্কার করে দেখান৷ এই কাজে যে জাত যায় না, এবং স্বাস্থ্যেরও কোনও হানি হয় না-তা হতেকলমে করে দেখিয়ে দেন৷ অফিসারের এই কাজে তাক লাগে সাধারণ মানুষের৷

আর কোনও আন্দোলনে নেই, জানিয়ে দিলেন গুরমেহর

পরমেশ্বরমের এই কাজকে অভিনন্দন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী৷ প্রকাশ্য শৌচ বন্ধ করতে এরকম পদক্ষেপই যে জরুরি, তা স্পষ্ট৷ তবে পরমেশ্বরমদের সংখ্যা হাতে গোনা৷ অনেক ঠুনকো প্রচার-পরিকল্পনার মধ্যেই হাতেকলমে কাজের নমুনা রেখে তাই নজির গড়লেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ