Advertisement
Advertisement

১৫ আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণের বিষয় ঠিক করবেন আপনি, কীভাবে জানেন?

বাতলে দিলেন খোদ প্রধানমন্ত্রী।

Independence Day 2018, PM Modi seeks suggestion for Independence speech
Published by: Tanujit Das
  • Posted:July 31, 2018 4:40 pm
  • Updated:July 31, 2018 4:40 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার আপনার মনের কথাই দেশবাসীর কাছে পৌঁছে দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাও আবার স্বাধীনতা দিবসে লালকেল্লার থেকে৷ শুনে অবাক হলেও, এটাই হতে চলেছে বাস্তবে৷ ১৫ আগস্টের পনেরো দিন আগে সোশ্যাল মিডিয়ায় এই সুখবরই জানালেন প্রধানমন্ত্রী মোদি৷

স্বাধীনতা দিবসে জাতীর উদ্দেশে দেওয়া তাঁর বক্তৃতায় কোন কোন বিষয় রাখা যেতে পারে, এই বিষয়ে সাধারণ দেশবাসীর মতামত জানতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার টুইট বার্তায় তিনি লেখেন, প্রত্যেকেই নিজেদের মতামত দিতে পারেন৷ সকলের মতামতকেই সমান গুরুত্ব দিয়ে বিচার করা হবে৷ সেক্ষেত্রে ব্যবহার করতে হবে, Narendra Modi App বা MyGov App৷ এই প্রথম নয়, আগেও স্বাধীনতা দিবসের বক্তৃতার বিষয়ে দেশবাসীর কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী৷ এবারও একই পথে হাঁটলেন তিনি৷

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর টুইটটি কিছুক্ষণের মধ্যেই ত্রিশ হাজারেরও বেশি রি-টুইট হয়৷ আবারও একই সুযোগ পেয়ে ঝাঁপিয়ে পড়েন অনেকে৷ চোখের নিমেষে অ্যাপের মাধ্যমে জমা পড়েছে পাঁচশোরও বেশি আবেদন৷ যেখানে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের বিষয়৷ অনেকেই নিজেদের এলাকার বিভিন্ন ইস্যু প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন৷ তেমনই, দেশের অর্থনৈতিক সমস্যা, কৃষক সমস্যা থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্কের বিষয়েও প্রধানমন্ত্রীর কাছে নিজেদের বক্তব্য পেশ করেতেন৷ সূত্রের খবর, অনেকে আবার দেশে বাড়তে থাকা গণপিটুনির ঘটনাতেও আশঙ্কা প্রকাশ করেছেন৷ জানিয়েছেন, দেশে যেভাবে উগ্র হিন্দুত্ববাদ বৃদ্ধি পাচ্ছে তাতে যথেষ্ট চিন্তিত তাঁরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement