Advertisement
Advertisement

Breaking News

ভারত প্রকৃত বন্ধু, ফোন করে মোদিকে বার্তা ট্রাম্পের

ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়ে রেখেছেন মোদি৷

India A 'True Friend', Says Donald Trump In Call With PM Narendra Modi
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 25, 2017 3:10 am
  • Updated:January 25, 2017 3:10 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মসনদে অভিষেকের পর যে কূটনৈতিকরা ট্রাম্পকে প্রথম অভিনন্দন জানিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম নরেন্দ্র মোদি৷ তখতে বসে তাই তাঁকে ভুললেন না মার্কিন প্রেসিডেন্ট৷ ফোন করে মোদিকে জানালেন, ভারত আমেরিকার প্রকৃত বন্ধু৷

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার রাতেই মোদিকে ফোন করেন ট্রাম্প৷ তার আগেই গোটা বিশ্বে জল্পনা মাথাচাড়া দিয়েছিল৷ ওবামার বিদায়ের পর ভারত-মার্কিন সম্পর্কের  রূপরেখা ঠিক কেমন হতে চলেছে, তা অনেকটাই নির্ভর করছিল এই ফোনালাপের উপর৷ আন্তর্জাতিক মহলের কাছে এখন তা অনেকটাই স্পষ্ট৷  ওবামা প্রশাসন যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছিল, ট্রাম্প প্রশাসনও তার ব্যতিক্রম হবে না৷ সে বার্তা দিয়েই ভারতকে প্রকৃত বন্ধু আখ্যা দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট৷

Advertisement

দক্ষিণ চিন সাগর নিয়ে বেজিংকে চরম হুঁশিয়ারি হোয়াইট হাউসের

পাশাপাশি চিনের ঔদ্ধত্যে লাগাম পরাতে ভারত-মার্কিন গাঁটছড়াও ছিল জল্পনার অন্যতম বিষয়৷ এদিন কৌশলে সেদিকটিও পরিষ্কার করে দিয়েছেন ট্রাম্প৷ জানিয়ে দিয়েছেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যে প্রতিরোধ আসবে, তা যৌথভাবেই মোকাবিলা করা হবে৷ ফলত চিন-পাকিস্তান আঁতাত রুখতে ভারতের সঙ্গে আমেরিকা যে হাত মেলাবে এমনটাই অনুমান করা হচ্ছে৷

Advertisement

পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে হাইড্রোজেন বোমা তৈরি করেছিলেন রাজীব গান্ধী

প্রবাসী ভারতীয়দের ভিসা সংক্রান্ত সমস্যা নিয়েও ইতিবাচক বার্তা ট্রাম্পের৷ তাঁর মতে, ভারতীয়রা বিশেষত হিন্দু ভারতীয়রা আমেরিকাকে অনেক শক্তিশালী করে তুলেছে৷ এই মন্তব্যের পর প্রবাসী ভারতীয়রা অনেকটাই স্বস্তিতে থাকবেন৷ প্রধানমন্ত্রীকে মার্কিন মুলুকে যেতে আমন্ত্রণও জানান তিনি৷

ট্রাম্পের থেকে এই উষ্ণ অভিনন্দন পাওয়ার পর পাল্টা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদিও৷ টুইট করে তিনি জানিয়েছেন, ভারত-মার্কিন বন্ধুত্ব শক্তিশালী করতে তিনিও আগ্রহী৷ ট্রাম্পকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়ে রেখেছেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ