Advertisement
Advertisement

Breaking News

সমুদ্রের উচ্ছ্বাস নিয়ে আসছে ভারতের প্রথম ‘সি পুল’

ঠিক করা হয়েছে বিশাখাপত্তনমের রসিককোন্ডা, মাঙ্গামারিপেতা, সাগরনগর ও ল্যসন’স বে-তে গড়ে তোলা হবে অত্যাধুনিক ‘সি পুল’৷

India All Set To Launch The Country’s First Sea Pool
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2016 4:40 pm
  • Updated:June 14, 2016 8:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিগন্ত বিস্তৃত নীল জলে ভেসে যেতে কার না মন চায়? কিন্তু ইচ্ছে থাকলেও উপায় থাকে না অনেকেরই৷ সাঁতার তো আর সবাই জানেন না৷ তাই আছড়ে পড়া ঢেউয়ে তলিয়ে যাওয়ার আতঙ্ক থেকেই যায়৷

তাই দিঘা, পুরীর সমুদ্রে জনসমুদ্রের দেখা মিললেও বিশাখাপত্তনমের বেশিরভাগ সমুদ্র সৈকতই পড়ে থাকে জনশূন্য৷ হ্যাঁ, ভাইজাগ-আরাকু ভ্যালির সৌজন্যে পর্যটকদের ভিড় লেগে থাকে বটে৷ কিন্তু, ক’জনই বা রুক্ষ সমুদ্রে গা ভেজানোর সাহস দেখাতে পারেন? স্বল্প-সংখ্যক যাঁরা জলে নেমে থাকেন তাঁদেরও অধিকাংশই কম-বেশি আঘাত পেয়ে থাকেন৷

Advertisement

1

Advertisement

এই কারণের দিনে দিনে কমছে পর্যটকের সংখ্যা৷ সেই জন্যই নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় পর্যটন দফতর৷ ঠিক করা হয়েছে বিশাখাপত্তনমের রসিককোন্ডা, মাঙ্গামারিপেতা, সাগরনগর ও ল্যসন’স বে-তে গড়ে তোলা হবে অত্যাধুনিক ‘সি পুল’৷ যেখানে সমুদ্রের জলেই নিশ্চিন্তে জলবিহার করতে পারবেন পর্যটকরা, তাও সম্পূর্ণ সুরক্ষিতভাবে৷

অত্যাধুনিক এই পুল-এ সমুদ্রের উচ্ছ্বলতা যেমন থাকবে, তেমনি থাকবে জলপুলিশের নজরদারি৷ যাতে কেউ বিপদে না পড়েন, সেই জন্য থাকবে যাবতীয় ব্যবস্থা৷ চিলি, সিডনি, আমেরিকা, দক্ষিণ আফ্রিকার পর্যটকরাই এতদিন ‘সি পুল’-এর সুবিধা পেতেন৷ সব ঠিক থাকলে এবারে ভারতেও পুলের মধ্যেই পর্যটকরা পাবেন সমুদ্রের উচ্ছ্বলতা৷

2

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ