Advertisement
Advertisement
INDIA Alliance

মুম্বইয়ের বৈঠকে আসন বণ্টন নিয়ে কথা চায় INDIA জোট, উঠবে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রসঙ্গ

৩১ আগস্ট, ১ সেপ্টেম্বরের বৈঠকের দিকে নজর বিরোধী দলগুলির।

INDIA Alliance may discuss on seat sharing in Mumbai meeting | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 29, 2023 9:01 am
  • Updated:August 29, 2023 11:18 am

নন্দিতা রায়, নয়াদিল্লি: INDIA জোটের আসন্ন মুম্বই বৈঠক ঘিরে সাজ সাজ রব বিরোধী শিবিরে। বিরোধী জোটের তৃতীয় বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি অনেকগুলি সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা। এর মধ্যে অন্যতম, শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা (Seat Sharing) নিয়ে প্রাথমিক স্তরে আলোচনা। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর, দু’দিনের বৈঠকে ৪৫০টি আসনের প্রসঙ্গ উঠতে পারে। তবে, তাড়াহুড়ো নয়, ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার জন্য পরপর INDIA জোটের বৈঠক হতে থাকবে।

অক্টোবরের মাঝামাঝি থেকেই দেশে শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। তাই সেপ্টেম্বরে INDIA জোটের আরও একটি বৈঠক হতে পারে এবং দিওয়ালির আগে আরও একটি বৈঠক হবে বলে নাম প্রকাশে অনিচ্ছুক INDIA জোটের এক সদস্য জানিয়েছেন। জোটের পরবর্তী বৈঠক পাঞ্জাবের অমৃতসরে হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ইন্ডিয়া জোটের অন্যতম কাণ্ডারি হওয়ার সুবাদে কলকাতায় (Kolkata) জোটের বৈঠকের প্রস্তাব উঠেছিল আগেই। কিন্তু কলকাতায় বৈঠক হলে সিপিএম (CPM) মমতার পাশে দাঁড়াতে চরম অস্বস্তিতে পড়বে, এই আশঙ্কা থেকেই তা ঠেকাতে উঠেপড়ে লাগেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। শেষ পর্যন্ত তিনি সেই চেষ্টায় কতটা সফল হবেন, সেই প্রশ্ন রয়েই গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: শ্রম সংক্রান্ত ছোট অপরাধে আর জেল নয়, রেহাই মোটা জরিমানাতেই, বিধানসভায় পাশ নয়া বিল]

INDIA জোটের বেশ কয়েকজন তাবড় নেতা চাইছেন, অন্তত একটি বৈঠক কলকাতায় হোক। মুম্বইয়ে (Mumbai) বৈঠকের সময় অশোকচক্র ছাড়া জাতীয় পতাকাকে জোটের পতাকা হিসাবে গ্রহণ করার বিষয়ে চিন্তাভাবনা করা হবে। ইন্ডিয়া জোটের জন্য স্বতন্ত্র পতাকা থাকলেও জোটে থাকা দলগুলি আগের মতোই তাদের নিজস্ব পতাকা ও প্রতীকের ভিত্তিতে রাজ্যের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। মু্ম্বই বৈঠকের পরেই ইন্ডিয়া জোটের দেশজুড়ে সভা-সমাবেশ পর্ব শুরু হতে পারে, এমন কথাও শোনা গিয়েছে। যেখানে অ-বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ ছ থেকে সাতজন প্রধান নেতা বক্তা হিসাবে থাকবেন।

Advertisement

[আরও পড়ুন: বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরের সামনেই তীব্র বচসায় বাবুল-ইন্দ্রনীল, ব্যাপারটা কী?]

আবার দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনেও ইন্ডিয়া জোটের নেতারা প্রচারে যাবেন, এমনটাও তাদের ভাবনাচিন্তার মধ্যে রয়েছে। INDIA জোটের নেতারা প্রধানমন্ত্রী মোদিকে ব্যক্তিগত আক্রমণে জড়াবেন না। পরিবর্তে সরকারের নীতি, জাতি-ভিত্তিক আদমশুমার, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং অন্যান্য সামাজিক উদ্বেগের মতো বিভিন্ন বিষয়ে সরকারকে কোণঠাসা করবে এবং এর উপরই প্রচারে জোর দেবেন। সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল-সহ ২৬টি রাজনৈতিক দলের প্রথম সারির নেতা মুম্বইয়ে হাজির থাকবেন। কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল INDIA জোটে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছিল। সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠকে নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ