Advertisement
Advertisement

Breaking News

আইএস জঙ্গি দমনে মোদির নেতৃত্বে এককাট্টা ভারত-ফ্রান্স

ভারতে আইএস জঙ্গিদের পা রাখতে দেওয়া হবে না, উদ্যোগ মোদির৷

India and France have held counter terror discussions
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 21, 2017 7:21 pm
  • Updated:January 21, 2017 7:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে কোনওমতেই ইসলামিক স্টেট জঙ্গিদের পা রাখতে দেওয়া হবে না৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে৷ মন্ত্রকের উদ্যোগে কেন্দ্রীয় গোয়েন্দাদের জঙ্গিদের সম্পর্কে পর্যাপ্ত তথ্য রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি আইএস জঙ্গিরা যে সব দেশে নাশকতা চালিয়েছে, এবার তাদের কাছ থেকেও জঙ্গি দমন অভিযানে সমর্থন আদায় করে নিলেন মোদি৷

(এবার অত্যাধুনিক বর্মে আরও শক্তিশালী হচ্ছে বায়ুসেনা)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ভারত ও ফ্রান্সের মধ্যে দফায় দফায় উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হল৷ বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল পশ্চিম এশিয়ায় ইসলামিক জঙ্গি গোষ্ঠীর দাপাদাপি৷ ভারতের হয়ে সন্ত্রাস দমন বিশেষজ্ঞ সঈদ আসিফ ইব্রাহিম গত সপ্তাহে প্যারিসে যান৷ ইজরায়েল-প্যালেস্টাইন কনফারেন্সের ফাঁকে তিনি ফ্রান্স সরকারের সন্ত্রাস বিরোধী বাহিনীর কর্তাদের সঙ্গে বৈঠক করেন৷ সেই বৈঠকের পরই আবার ফ্রান্সের জাতীয় সুরক্ষা উপদেষ্টা নয়াদিল্লিতে অজিত দোভালের সঙ্গেও একই বিষয়ে বৈঠক সারেন৷

Advertisement

(শত্রুর শিরশ্ছেদ করতে ভারতীয় সেনার হাতে এবার ‘সুদর্শন চক্র’)

সরকারি বাহিনীর চাপে সিরিয়া ও ইরাক থেকে আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণ কমে যাওয়ায় জঙ্গিরা এখন ভারতের মতো দেশের দিকে পা বাড়াতে পারে বলে অনুমান কেন্দ্রীয় গোয়েন্দাদের৷ আর সেই জঙ্গিদের যাতে রুখে দেওয়া যায়, সে বিষয়ে প্রতিরক্ষায় বাড়তি নজরদারির পক্ষে ভারত৷ সেক্ষেত্রে ভারত ও ফ্রান্স দুই দেশই নিজেদের মধ্যে জঙ্গি সম্পর্কিত সবরকম তথ্য আদান প্রধানে সম্মত হয়েছে বলে সূত্রের খবর৷ ফ্রান্স নিজে আফ্রিকান জঙ্গি গোষ্ঠীর হাতে আক্রান্ত৷ পাশাপাশি, যে ভাবে যুবকরা আইএসে যোগ দিতে সিরিয়ায় পাড়ি দিচ্ছে, তাতে ভারতও উদ্বিগ্ন৷ এই দুই দেশই এখন জঙ্গি দমনে পরস্পরকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হল৷

Advertisement

(সাধারণতন্ত্র দিবসে নাশকতার ছক বানচাল, সেনার গুলিতে খতম ৩ জঙ্গি)

নয়াদিল্লি অবশ্য এই সুযোগে আরও একবার এনএসজি-তে প্রবেশের বিষয়েও একপ্রস্থ আলোচনা সেরে নিয়েছে৷ মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার বিষয়ে ফ্রান্সের অনুমতিও আদায় করে নিয়েছে ভারত৷ ফ্রান্সের বিদেশমন্ত্রী আশ্বাস দিয়েছেন, জঙ্গিদের আঘাতে ক্ষতবিক্ষত সভ্য সমাজ৷ তাই কোনও জঙ্গিকেই রেয়াত নয়৷ চলতি মাসের গোড়ায় ভারত সফরে এসে ফ্রান্সের বিদেশমন্ত্রী আশ্বাস দিয়েছেন, এ বিষয়ে আন্তর্জাতিক সমর্থন ভারতের পাশেই থাকবে৷

(মাও রক্তচক্ষু উপেক্ষা করে গ্রাম আগলাচ্ছেন এই মহিলা আধাসেনা)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ