Advertisement
Advertisement

Breaking News

মুক্তিযুদ্ধ নিয়ে তথ্যচিত্রের যৌথ প্রযোজনায় নয়াদিল্লি

বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসের আগেই এই চিত্র নির্মাণ পর্ব শেষ হবে৷

India, Bangladesh to make joint documentary on 1971 war
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 18, 2016 2:00 pm
  • Updated:August 16, 2019 7:11 pm

নিজস্ব সংবাদদাতা: একাত্তরের যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত৷ এবার সেই মুক্তিযুদ্ধ নিয়ে নির্মীয়মাণ তথ্যচিত্রতেও প্রতিবেশী দেশের দিকে হাত বাড়িয়ে দিল নয়াদিল্লি৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে যৌথ প্রযোজনায় তৈরি করা হবে চলচ্চিত্রটি৷ ২০২০ সালে বাংলাদেশের জাতির জনক, ‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী৷ সেই বছরটিকে স্মরণীয় করে রাখতেই একটি বিশেষ চলচ্চিত্র নির্মাণের জন্য ‘মেগা মুভি’ প্রকল্প হাতে নিতে চায় বাংলাদেশের শেখ হাসিনা সরকার৷

সেই বিষয়েই ভারতের সঙ্গে কথা বলেছে তারা৷ বিষয়টিকে চলচ্চিত্র হিসাবে উল্লেখ করা হলেও প্রধানত তথ্যচিত্রের ঢংয়েই বানানো হবে ছবিটি৷ এর জন্য দুই দেশের কাছে বঙ্গবন্ধু বিষয়ে যে সমস্ত ছবি রয়েছে তা একত্রিত করেই নির্মিত হবে এই তথ্যচিত্র৷ সবুজ সঙ্কেত দিয়েছে নয়াদিল্লিও৷ ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু বাংলাদেশকে আশ্বাস দিয়েছেন, ১৯৭১-এর যুদ্ধ নিয়ে দূরদর্শন, ফিল্ম ডিভিশন এবং বিভিন্ন মিডিয়ার যে আর্কাইভ রয়েছে তা ব্যাপকভাবে ব্যবহার করা হবে৷ বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবসের আগেই এই চিত্র নির্মাণ পর্ব শেষ হবে৷ ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকাকে বরাবরই অত্যন্ত গুরুত্ব দেয় বাংলাদেশের শেখ হাসিনা সরকার৷ স্বাভাবিকভাবেই এ বিষয় নিয়ে তথ্যচিত্র দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে মনে করছে কূটনৈতিক মহল৷ এছাড়াও ভারতে অনুষ্ঠিত হবে বাংলাদেশি চলচ্চিত্র উৎসব এবং বাংলাদেশে অনুষ্ঠিত হবে ভারতীয় চলচ্চিত্র উৎসব৷ ভারতের তরফ থেকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে প্রমথেশ বড়ুয়া অভিনীত ‘দেবদাস’ ছবিটির সেলুলয়েড রূপ৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ