Advertisement
Advertisement
India

মোসাদের ধাঁচে বিদেশে জঙ্গি নিকেশের অভিযোগ, ভারতবিরোধী প্রোপাগান্ডা ওড়াল নয়াদিল্লি

বিদেশের মাটিতে বেছে বেছে জঙ্গিদের নিকেশ করছে ভারত, দাবি ব্রিটিশ সংবাদমাধ্যমের।

India denies British report on targeted assassination

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:April 5, 2024 9:01 am
  • Updated:April 5, 2024 9:08 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে বেছে বেছে জঙ্গিদের নিকেশ করছে ভারত। একটি রিপোর্টে চাঞ্চল্যকর এই দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সেই রিপোর্টের পালটা দিল ভারত। বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar) সাফ জানিয়েছেন, বিদেশের মাটিতে গিয়ে খুন করা ভারত সরকারের নীতি নয়।

গত এক বছরে বারবার ভারতের (India) বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিদেশে বসবাসকারী জঙ্গিদের বেছে বেছে খুন করছে সরকার। পাকিস্তানে গত দুবছরে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে প্রাণ হারিয়েছে অন্তত বারো জন জেহাদি। তাৎপর্যপূর্ণ ভাবে, এরা প্রত্যেকেই ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে। শুধু পাকিস্তান নয়, অভিযোগ উঠেছে ‘বন্ধু’ কানাডা-আমেরিকা (USA) থেকেও। গত বছর সেপ্টেম্বর মাসে কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাফ অভিযোগ আনেন, খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের সঙ্গে জড়িত ভারত সরকার। এক ‘র’ এজেন্টের বিরুদ্ধে পদক্ষেপও করা হয়।

Advertisement

[আরও পড়ুন: ‘ভারতের জনতাই নিশ্চিত করবে অবাধ নির্বাচন’, রাষ্ট্রসংঘের উদ্বেগ ওড়ালেন জয়শংকর

এহেন পরিস্থিতিতে ভারতীয় সরকারের এক আধিকারিকের উক্তি তুলে ধরে একটি রিপোর্ট পেশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম। সেখানে বলা হয়, ২০১৯ সাল থেকে মোট ২০ জঙ্গিকে নিকেশ করেছে ‘র’। এই দাবির সপক্ষে পাকিস্তান সরকারও বেশ কিছু প্রমাণ দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে। ইসলামাবাদের মতে, সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত ভারতের স্লিপার সেলই পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খুন করেছে। ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ধাঁচেই এই অপারেশন চালাচ্ছে ‘র’।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ভারতবিরোধীদের টার্গেট করে নিকেশ করার নীতি নিয়েছে নয়াদিল্লি। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরেই তোপ দেগেছে বিদেশমন্ত্রক। বিবৃতি প্রকাশ করে বলা হয়, দ্য গার্ডিয়ানের এই রিপোর্টে যা অভিযোগ আনা হয়েছে সবটাই ভুয়ো। বিদ্বেষমূলক মানসিকতা থেকে ভারত বিরোধী প্রোপাগান্ডা চালানো হচ্ছে এই রিপোর্টে। বিদেশমন্ত্রীও বলেছেন, বিদেশি নাগরিকদের বেছে বেছে হত্যা করা মোটেও ভারতের নীতি নয়।

[আরও পড়ুন: রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ সোনিয়ার, মজলেন শমীকের বোনের শাড়িতে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ