Advertisement
Advertisement

Breaking News

বোমারু যুদ্ধবিমান উড়িয়ে ইতিহাস গড়লেন তিন ভারতীয় নারী

দেশ পেল বোমারু যুদ্ধবিমানের প্রথম মহিলা পাইলটদের৷

india-history-made-as-indian-air-force-gets-its-first-batch-of-women-fighter-pilots
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2016 12:17 pm
  • Updated:June 18, 2016 12:41 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষা ছিল ইতিহাস ছোঁয়ার৷ অপেক্ষা ছিল আকাশ ছোঁয়ার৷ অবশেষে তা সম্ভব হল৷ নিজেদের কৃতিত্বে ইতিহাসের এই নয়া অধ্যায় তৈরি করলেন অবনী চতুর্বেদী, ভাবনা কান্থ ও মোহনা সিং৷ আর দেশ পেল বোমারু যুদ্ধবিমানের প্রথম মহিলা পাইলটদের৷

নিঃসন্দেহে এ এক ঐতিহাসিক মুহূর্ত৷ বিমান চালনায় নারীরা আগেই যোগ দিয়েছিলেন৷ কিন্তু বোমারু যুদ্ধবিমানের পাইলট হিসেবে এর আগে কোনও ভারতীয় নারীকে দেখা যায়নি৷ ঘরে-বাইরে নারীরা যে সমান পারদর্শী তা আজ আর নতুন করে বলার কিছু নয়৷ তবু প্রতিরক্ষা স্তরে যেন খামতি কিছুটা থেকেই গিয়েছিল৷ যা আজ পূরণ করে দিলেন অবনী, ভাবনা, মোহানারা৷

Advertisement

তাঁদের প্রথম দফার প্রস্তুতি পর্বে সফল ভাবে শেষ হয়েছে৷ যুদ্ধবিমান নিয়ে ওড়ার আগে কর্ণাটকে চলবে আর এক দফা প্রশিক্ষণ পর্ব৷ যুদ্ধবিমানে মহিলা পাইলট নিয়োগে  সবুজ সংকেত দেয় সরকার৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জানিয়েছিলেন, প্রতিরক্ষার সব ক্ষেত্রেই যেন মহিলাদের নিয়োগ করা হয়৷ সেইমতো শুরু হয় নিয়োগ প্রক্রিয়া৷  মোট ছয় জন মহিলা এই পদের দাবিদার ছিলেন৷ শেষ পর্যন্ত এই তিন জনই তৈরি করলেন ইতিহাস৷ আজই এই তিনজন আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ইন্ডিয়ান এয়ার ফোর্স৷ আপাতত পরীক্ষামূলকভাবে তিনজনকে দিয়েই শুরু হল নতুন অধ্যায়, সফলতার বিচারে যা ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে৷ সে কথা জানিয়েই    প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর জানিয়েছেন, “এ তো সবে শুরু৷ ধীরে ধীরে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে আরও নারীরা যোগ দেবেন৷”

Advertisement

মধ্য কুড়ির তিন অগ্নি-কন্যা ইতিহাস ছোঁযার মুহর্তে জানিয়েছেন, তাঁদের লক্ষ্যই এই জায়গায় পৌঁছে দিয়েছে৷ কারও কারও পরিবারের সদস্যরা ছিলেন সেনায়৷ কারওর আবার তা ছিলও না৷ তবে তিনজনেরই সঙ্গী ছিল অদম্য জেদ, আর স্বপ্নপূরণের ইচ্ছে৷ তার জেরেই আজ বায়ুসেনার ককপিটে পৌঁছেছেন তাঁরা৷ নারীশক্তির এই জয়কে স্যালুট জানাচ্ছে গোটা দেশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ