Advertisement
Advertisement

জিকা মহামারীর আকার নিতে পারে ভারতেও!

জাইকা ভাইরাসের প্রতিষেধক কী তার সুরাহা এখনও বের করতে পারেননি গবেষকরা৷

India on the list of nations most likely to be hit by Zika next
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 2, 2016 3:38 pm
  • Updated:September 3, 2016 1:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের পর এবং ভারতে থাবা বসাতে চলেছে জিকা, এমনটাই মনে করছেন গবেষকরা৷ সম্প্রতি, এই অসুখের ভবিষ্যৎ কী তা নিয়ে একটি আলোচনায় জানা গিয়েছে এখনও পর্যন্ত প্রায় ২.৬ বিলিয়ন মানুষ জাইকা ভাইরাসে আক্রান্ত৷

চলতি বছরেই ব্রাজিলে এই ভাইরাস ঘোরতর প্রভাব ফেলেছে৷ যদিও ১৯৪৭ সালে প্রথম এই ভাইরাসের সন্ধান পেয়েছিলেন গবেষকরা, তবু এই ভাইরাস যে এমন ভয়াবহ আকার ধারণ করতে পারে, সেই সম্পর্কে বিশেষ ভাবে অবগত ছিলেন না তাঁরা৷ কিন্তু চলতি বছরে ব্রাজিলে জিকার প্রভাবে গোটা পৃথিবীজুড়ে যে আতঙ্কের সৃষ্টি হয়, তারপরেই নড়েচড়ে বসেন গবেষকরা৷ ভবিষ্যতে এই ভাইরাস কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে সেই নিয়েই চিন্তার ভাঁজ এখন গবেষকদের কপালে৷ জানা গিয়েছে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে ভয়াল রূপ ধারণ করতে পারে৷ ভারত, চিন, ফিলিপিনস, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং ভিয়েতনামের মতো দেশগুলিতে এই রোগ তীব্র প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা৷

Advertisement

গত ফেব্রুয়ারি মাসে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে জাইকার মহামারী গোটা বিশ্বের কাছে এক ভয়াবহ হুমকি বলে ঘোষণা করেছিল৷ সম্প্রতি সিঙ্গাপুর ও ফ্লোরিডায় জাইকা আক্রান্তদের খোঁজ পাওয়া গিয়েছে৷ মূলত ক্রান্তীয় অঞ্চল মশা থেকে এই রোগ ছড়াবার আশঙ্কা৷ তাই এশিয়া এবং আফ্রিকার মতো মহাদেশগুলিতে জাইকার প্রভাব বিস্তারের হার সবচেয়ে বেশি৷

Advertisement

কিন্তু জিকা ভাইরাসের প্রতিষেধক কী তার সুরাহা এখনও বের করতে পারেননি গবেষকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ