Advertisement
Advertisement
COVID cases

COVID-19: গত ২৪ ঘণ্টায় সংক্রমণ বাড়লেও কমছে অ্যাকটিভ কেস, ফের করোনা আক্রান্ত প্রিয়াঙ্কা গান্ধী

চিন্তায় রাখছে দিল্লির করোনা গ্রাফ।

India reports 16,047 fresh COVID cases and 54 deaths in last 24 hours | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 10, 2022 10:00 am
  • Updated:August 10, 2022 10:07 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে অব্যাহত করোনার চোখ রাঙানি। আজ সংক্রমণ খানিকটা কমে তো কালই আবার তা লাফিয়ে বাড়ে। গত কয়েকদিনের করোনা পরিসংখ্যানে চোখ রাখলে অন্তত সেই ছবিটা স্পষ্ট। বুধবারই যেমন মঙ্গলবারের তুলনায় অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা। তবে তারই মধ্যে স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাকটিভ কেস।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৬,০৪৭ জন। গতকাল যে সংখ্যাটা নেমেছিলেন ১৩ হাজারের নিচে। ফের মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিন মাসের মধ্যে দ্বিতীয়বার সংক্রমিত তিনি। আপাতত রয়েছেন হোম আইসোলেশনে।

Advertisement

সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ২৮ হাজার ২৬১ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.২৯ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৪ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৬ হাজার ৮২৬।

Advertisement

[আরও পড়ুন: ‘বোলপুরে থাকি, বাধ্য হয়ে বেডরেস্ট লিখেছি’, অনুব্রতর অসুস্থতা নিয়ে বিস্ফোরক চিকিৎসক]

দেশের বেশিরভাগ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও নতুন করে চিন্তায় ফেলছে রাজধানী দিল্লির করোনা গ্রাফ। একদিনে রাজধানীতে আক্রান্ত প্রায় আড়াই হাজার। প্রাণ হারিয়েছেন সাতজন। মহারাষ্ট্রেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ১৮০০জন। এখনও চিন্তায় রাখছে কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির করোনা পরিসংখ্যানও।

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৫ লক্ষ ৩৫ হাজার ৬১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে একদিনে সুস্থ হয়েছেন ১৯,৫৩৯ জন। সুস্থতার হার ৯৮.৫২ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২০৭ কোটির বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন ১৫ লক্ষর বেশি। জোরকদমে চলছে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযানও। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ২৫ হাজার ৮১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, কলকাতায় দুর্গাপুজোর মহামিছিলে যোগ দেবেন ইউনেস্কোর প্রতিনিধিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ