Advertisement
Advertisement

Breaking News

দেশে দৈনিক সংক্রমণের রেকর্ড, ২৪ ঘণ্টায় প্রথমবার করোনা আক্রান্ত ৪ লক্ষ ১২ হাজার

ভারতে মোট মৃতের সংখ্যা ছাড়াল ২ লক্ষ ৩০ হাজারের গণ্ডি।

India reports 4,12,262 new COVID-19 cases, 3,29,113 discharges in last 24 hours | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 6, 2021 9:41 am
  • Updated:May 6, 2021 9:48 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন আশার আলো জাগিয়ে নিম্নমুখী হতে শুরু করেছিল দেশের করোনা গ্রাফ। কিন্তু বুধবার থেকেই ফের বদলে যায় ছবিটা। ফের লাফিয়ে বাড়ে সংক্রমণ। আর বৃহস্পতিবার তা সমস্ত অতীত রেকর্ড ছাপিয়ে গেল। এই নিয়ে দ্বিতীয়বার ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৪ লক্ষের গণ্ডি। চিন্তা বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও।

এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। ফের দৈনিক সংক্রমণ বাড়ছে মহারাষ্ট্রে। গতকালের রিপোর্টেই দেখা গিয়েছে, একদিনে সেখানে আক্রান্ত ৫৭ হাজারেরও বেশি মানুষ। তারই মধ্যে চলতি বছরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। ফলে উদ্বেগ বেড়েই চলেছে। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০-এ। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩,৯৮০ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ২ লক্ষ ৩০ হাজার ১৬৮ জন। এদিকে অ্যাকটিভ কেস বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বেড কিংবা পর্যাপ্ত অক্সিজেনের সমস্যাও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে করোনার চিকিৎসাধীন ৩৫ লক্ষ ৬৬ হাজার ৩৯৮ জন।

Advertisement

[আরও পড়ুন: টানা তিনদিন জ্বালানির মূল্যবৃদ্ধি, জেনে নিন কলকাতায় আজ কত পেট্রল-ডিজেলের দাম]

তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ২৯ হাজার ১১৩ জন। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৮৪৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। টিকা পেয়েছেন ১৬ কোটি ২৫ লক্ষেরও বেশি মানুষ। দেশজুড়ে করোনার নয়া তাণ্ডব রুখতে টিকাকরণের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লক্ষ ২৩ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা হয়েছে। তবে শুধু বাড়তে থাকা সংক্রমণই নয়, চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেনও।

[আরও পড়ুন: সন্ত্রাস দমনে বড় সাফল্য, কাশ্মীরে খতম ৩ আল বদর জঙ্গি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ