Advertisement
Advertisement
Covid-19

COVID-19: তিন মাসে সর্বোচ্চ দেশের করোনা সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে অ্যাকটিভ কেস ছাড়াল ৪০ হাজার

বেশ উদ্বেগজনক মহারাষ্ট্রের কোভিড গ্রাফ।

India reports 8,329 fresh Covid-19 cases and 10 deaths in 24 hours | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 11, 2022 9:31 am
  • Updated:June 11, 2022 9:39 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া বিধিনিষেধের জেরে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল দেশের করোনা সংক্রমণ। শিথিল হয় বিধিনিষেধ। কিন্তু গত কয়েকদিন ধরে ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে মারণ ভাইরাস। লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। চলতি মাসের শুরুতেই যেখানে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ছিল ১৮ হাজারের আশপাশে, সেখানে মাত্র ১১ দিনের মধ্যেই তা ছাড়াল ৪০ হাজারের গণ্ডি। বেশ উদ্বেগজনক মহারাষ্ট্রের কোভিড গ্রাফও।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৮,৩২৯ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ৩,০৮১ জন। মুম্বইয়ের করোনা গ্রাফও রীতিমতো চিন্তার মতো। একদিনে সেখানে আক্রান্ত প্রায় ২০০০। বেড়েছে হাসপাতালে ভরতির হারও।

Advertisement

[আরও পড়ুন: লাদাখ সীমান্তে তৈরি চিনের ২৫টি যুদ্ধবিমান, ফের হামলার প্রস্তুতিতে লালফৌজ!]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন দশজন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭। ভয় ধরিয়ে গত ২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৪০ হাজার ৩৭০। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে ০.০৯ শতাংশ।

তবে এসবের মধ্যে আশার আলো দেখাচ্ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৪৮ হাজার ৩০৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪,২১৬ জন। সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৯২ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৪৪ হাজার ৯৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: পয়গম্বর বিতর্কে উত্তপ্ত হাওড়া, ব্যাহত রেল পরিষেবা, অবরোধে আটকে থাকা ট্রেনে মৃত্যু যাত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ