BREAKING NEWS

১৫ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

Coronavirus Update: পরপর দু’দিন নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হাজারেরও কম

Published by: Sayani Sen |    Posted: November 7, 2022 10:15 am|    Updated: November 7, 2022 10:36 am

India reports 937 new covid cases in last 24 hours । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ করোনামুক্তির পথে এগোচ্ছে দেশ। রবিবারের পর সোমবারও কমল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হাজারেরও কম। স্বাভাবিকভাবে দেশের নিম্নমুখী কোভিড গ্রাফ স্বস্তি জোগাচ্ছে সকলকেই।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৯৩৭ জন। রবিবারের তুলনায় যা বেশ খানিকটা কম। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪৬ লক্ষ ৬১ হাজার ৫১৬ জন। আক্রান্তের পাশাপাশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে পজিটিভ কেস ১৪ হাজার ৫১৫। রবিবার সংখ্যাটা ছিল ১৪ হাজার ৮৩৯।

[আরও পড়ুন: কর্তব্যে গাফিলতি সহকর্মীদের! শিক্ষা দিতে ধারাল অস্ত্র হাতে স্কুলে প্রধানশিক্ষক]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫০৯ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হারও।

এদিকে, বাংলার করোনা চিত্রও বেশ সন্তোষজনক। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। রবিবার করোনায় প্রাণ হারাননি একজনও রাজ্যবাসী। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৯৬ শতাংশ। কোভিডকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬ জন। করোনা নিয়ন্ত্রণাধীন হলেও জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচি। বিশেষজ্ঞরা বারবার সাবধানবাণী দিয়ে চলেছেন। ভিড় জায়গায় জমায়েতের ক্ষেত্রে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা।

[আরও পড়ুন: অভিষেকের জন্মদিনে মন্দিরে পুজো, মসজিদে নমাজ ছাত্র-যুবদের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে