Advertisement
Advertisement

Breaking News

কাশ্মীরে তৃতীয় পক্ষ নয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে কড়া বার্তা নয়াদিল্লির

দাভোসে কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছিলেন ট্রাম্প।

India slams US President's offer to mediate on Kashmir issue
Published by: Monishankar Choudhury
  • Posted:January 24, 2020 9:14 am
  • Updated:January 24, 2020 9:14 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাশ্মীর নিয়ে জবাব দিল ভারত। দাভোসে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বার্ষিক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ফের ট্রাম্প কাশ্মীরে মধ্যস্থতার আগ্রহ দেখিয়েছিলেন। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার সাফ জানালেন, “কাশ্মীর ইস্যুতে তৃতীয় কোনও ব্যাক্তি বা পক্ষের হস্তক্ষেপ চায় না ভারত।” ইমরানের উদ্দেশে রবীশ বলেন, “আগে পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করুক।”

দাভোসে যেভাবে মার্কিন প্রেসিডেন্ট কাশ্মীর প্রসঙ্গ টেনেছেন তাতে ভারতের ধারণা পাকিস্তান ওয়াশিংটনকে কাজে লাগাচ্ছে। রবীশ কুমার বলেন, “‌কাশ্মীর ইস্যুতে আমাদের অবস্থান স্পষ্ট। আগেও বলা হয়েছে, এখনও বলছি। এটি ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা। এ ব্যাপারে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই।” কাশ্মীর নিয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরির ব্যাপারে ইসলামাবাদের দিকে অভিযোগের আঙুল তুলে রবীশ কুমার আরও বলেন, “‌এবার পাকিস্তানের দায় সন্ত্রাসমুক্ত ও হিংসামুক্ত পরিবেশ তৈরি করা।” সিমলা চুক্তি ও লাহোর ঘোষণার প্রসঙ্গ তুলে তিনি বলেন , ‘‘কোনও দ্বিপাক্ষিক আলোচনা এই চুক্তির বিধি অনুযায়ী হতে হবে।‌’’ রবীশ কুমারের মত, ‘‘কাশ্মীর নিয়ে কোনও আশা নেই দেখেই আন্তর্জাতিক মঞ্চকে এর মধ্যস্থতা করানোর জন্য উঠেপড়ে লেগেছেন ইমরান খান।’’

Advertisement

সন্ত্রাস প্রশ্নে এদিন রাষ্ট্রসংঘেও পাকিস্তানকে এক হাত নিয়েছে ভারত। রাষ্ট্রসংঘেও ফের একবার ভারত পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছে, কাশ্মীর সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ ইস্যু। পাকিস্তান, আমেরিকা, চিন, কাউকে কাশ্মীর নিয়ে ভাবতে হবে না। দীর্ঘদিন ধরে কাশ্মীর নিয়ে পাকিস্তান রাজনীতি করছে। আন্তর্জাতিক মহলে ভারতের ছবি নষ্ট করতে উঠেপড়ে লেগেছে। যেটা কোনওভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। রাষ্ট্রসংঘের অধিবেশনে ভারতের প্রতিনিধি কে নাগরাজ নায়ডু বলেন, ‘‘কাশ্মীর ইসু্যতে পাকিস্তান সত্যকে মিথ্যা বলে প্রচার করছে। পাকিস্তানের উচিত মিথ্যার আশ্রয় ছেড়ে নিজের দেশের রোগ সারানো।”

Advertisement

[আরও পড়ুন: দাভোসের মঞ্চে নতুন ‘বন্ধুত্ব’, কিশোরী পরিবেশকর্মী গ্রেটার সঙ্গে সাক্ষাৎ প্রিন্স চার্লসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ