Advertisement
Advertisement

Breaking News

হামলার আশঙ্কা! মহানগরের সুরক্ষায় আসছে ‘মিসাইল শিল্ড’

শান্তির জন্য শক্তির প্রয়োজন৷

India to deploy missile defense system to protect metro cities

শান্তির জন্য শক্তির প্রয়োজন৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 15, 2017 6:33 am
  • Updated:March 15, 2017 6:33 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তির জন্য শক্তির প্রয়োজন৷ তাই দায়িত্বশীল দেশ হিসেবে আগ্রাসনের পথে না হেটে সার্বভৌমত্ব বজায় রাখতে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে ভারত৷ সম্প্রতি, চিন ও পাকিস্তানের সমরসজ্জায় অশনিসংকেত দেখছে  নয়াদিল্লি৷ বেশ কয়েকবার পরমাণু হামলার হুমকিও দিয়েছে পাকিস্তান৷ এছাড়াও দেশের উত্তর-পূর্বাঞ্চলে রয়েছে ‘ড্রাগনে’র চোখ রাঙানি৷ তাই এবার রাজধানী দিল্লি-সহ দেশের মহানগরগুলিকে রক্ষা করতে মোতায়েন করা হবে অভেদ্য ‘মিসাইল ডিফেন্স সিস্টেম’৷ প্রাথমিক ভাবে রাজধানী দিল্লিতে মোতায়েন করা হবে ‘পৃথিবী এয়ার ডিফেন্স’ (পিএডি)৷ তারপর কলকাতা-সহ বাদবাকি মেট্রো শহরেও মোতায়েন করা হবে ওই অস্ত্র৷ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তান ও চিনের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল গুলি দিল্লি, মুম্বই-সহ একাধিক মহানগরগুলিতে হামলা চালাতে সক্ষম৷ তাই ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষা ব্যাবস্থা করছে ভারত৷

[চরমে লালফৌজের যুদ্ধপ্রস্তুতি, নিশানায় আমেরিকা]

সম্প্রতি, দু’বার ইন্টারসেপ্টর মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত৷ ওড়িশা উপকূলে, আবদুল কালাম আইল্যান্ড বা হুইলার আইল্যান্ড থেকে মিসাইলগুলির পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও)৷ শত্রুপক্ষের ছোড়া মিসাইল ধ্বংস করতে বহুস্তরীয় মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি৷  ‘ব্যালিস্টিক মিসাইল শিল্ড’ তৈরি করে সামরিক ক্ষেত্রে আমেরিকা ও রাশিয়ার মত প্রথমসারির দেশগুলির সমকক্ষ জায়গায় পৌঁছে গিয়েছে ভারত। এই ইন্টারসেপ্টর মিসাইলটি শত্রুপক্ষের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলিকে ভূপৃষ্ঠের ১০০ কিলোমিটার উপরে ধ্বংস করে দিতে সক্ষম।

Advertisement

[শত্রুশিবিরে কাঁপন ধরিয়ে ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ ভারতের]

ইতিমধ্যে ওড়িশা উপকূলের ‘ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ’ থেকে এই সফল উৎক্ষেপণ করা হয়েছে ব্রহ্মস মিসাইলের আরেকটি সংস্করণের৷ এই অত্যাধুনিক সংস্করণটি প্রায় ৪৫০ কিলোমিটার পর্যন্ত নিখুঁত ভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম৷ কয়েকদিন আগেই ‘এরো ইন্ডিয়া ২০১৭’-এ মিসাইলটির কথা জানিয়েছিলেন ডিআরডিও প্রধান, এস ক্রিস্টোফার৷  তিনি জানিয়েছিলেন, ৮০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম ব্রহ্মসের আরেকটি সংস্করণও তৈরি করা হচ্ছে৷

Advertisement

[‘মাঙ্কিগেট’ বিতর্কের ‘সিক্রেট’ ফাঁস করলেন সৌরভ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ