Advertisement
Advertisement

Breaking News

ট্রেনযাত্রায় নয়া ৫ সুবিধা পয়লা জুলাই থেকে

একটি-দুটি নয়, যাত্রীরা পাবেন পাঁচটি নতুন পরিষেবা৷

Indian Railways introduces new rules; 5 ways they will benefit a train traveller
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 18, 2016 3:53 pm
  • Updated:June 18, 2016 3:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে চেপে যাঁরা বেড়াতে ভালবাসেন, তাঁদের জন্য সুখবর! পয়লা জুলাই থেকে যাত্রীদের জন্য ভারতীয় রেল একগুচ্ছ নয়া সুবিধা নিয়ে আসছে৷ একটি-দুটি নয়, যাত্রীরা পাবেন পাঁচটি নতুন পরিষেবা৷ রেলের দাবি, এর ফলে ট্রেনযাত্রা হবে আরও আরামদায়ক, কমবে খরচও৷

১. বেড়াতে যাওয়ার প্ল্যান আচমকাই তৈরি হয়৷ আবার কোনও কারণবশত হঠাৎ তা বাতিলও হয়ে যায়৷ ‘তৎকাল’ টিকিট বাতিল করলে এতদিন পুরো টাকাই নষ্ট হত, কিন্তু পয়লা জুলাই থেকে ‘তৎকাল’ টিকিট বাতিল করলেও ৫০ শতাংশ টাকা ফেরৎ পাবেন যাত্রীরা৷

Advertisement

২. টিকিট কাটার পরও ওয়েটিং লিস্টে নাম থাকাটা বিরক্তিকর ব্যাপার ছিল যাত্রীদের কাছে৷ এতে বেড়াতে যাওয়ার আনন্দও মাটি হতে পারে৷ কিন্তু ভারতীয় রেল নিয়ে আসছে ‘সুবিধা ট্রেন’৷ কনফার্মড ও আরএসি প্যাসেঞ্জাররা তাঁদের গন্তব্যে পৌঁছতে বিকল্প ট্রেনে চড়ার সুযোগ পাবেন৷

Advertisement

৩. রাজধানী ও শতাব্দী ট্রেনে বাড়তি কোচ যুক্ত হচ্ছে৷ যার অর্থ, উৎসবের মরশুমে বেড়াতে যাওয়ার সুযোগ আরও বাড়বে৷

৪. ১ জুলাই থেকে এইআরসিটিসি একাধিক আঞ্চলিক ভাষায় টিকিট বুকিং শুরু করছে৷ এর ফলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে টিকিট সংরক্ষণের সুযোগ পৌঁছে যাবে৷

৫. চালু হচ্ছে ‘ওয়েক আপ ডেস্টিনেশন কল’৷ আপনি গন্তব্যে পৌঁছনোর আধঘণ্টা আগে আপনার মোবাইলে ফোন করে রেলই সতর্ক করে দেবে৷ বেখেয়ালে বা ঘুমের মধ্যে কোনও যাত্রী যাতে গন্তব্যের স্টেশন পেরিয়ে না যান, তার জন্যই এই ব্যবস্থা৷

rail

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ