সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংরক্ষিত আসনে বসে ছিলেন অন্য কেউ৷ রেলের কর্মীরা তার কোনও সুরাহা করতে পারেননি৷ ফলত হেনস্তার শিকার হতে হয়েছিল এক যাত্রীকে৷ তার উপযুক্ত ক্ষতিপূরণও পেলেন তিনি৷ ভারতীয় রেলকে ৭৫,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল উপভোক্তা কমিশন৷
[ চিট ফান্ড প্রতারণা কাণ্ডেও জড়িত ছিল বিহারের ‘টপার’ ]
ঘটনা ২০১৩ সালের৷ বিশাখাপত্তনম থেকে নয়াদিল্লি ফিরছিলেন দিল্লিরই বাসিন্দা ভি বিজয় কুমার৷ কিন্তু দক্ষিণ এক্সপ্রেসে উঠে দেখেন তাঁর সংরক্ষিত আসনে বসে আছেন অন্য কেউ৷ হাঁটুর ব্যথার কারণে লোয়ার বার্থ বুক করেছিলেন৷ তা নিশ্চিতও ছিল৷ কিন্তু শেষমেশ দেখেন সিটের দখলদারি নিয়ে নিয়েছেন অন্য কেউ৷ বলে কয়েও কোনও সুরাহা হয়নি৷ উপরন্তু সংরক্ষণ ছাড়াই আসনে বসে ওই ব্যক্তি চেঁচামেচি শুরু করে দেন৷ তাতে তিনি নিজে অপ্রস্তুত তো হনই, সহযাত্রীরাও অসুবিধায় পড়েন৷ কুমারের দাবি, হাঁটুর যন্ত্রণা নিয়েও তাঁকে যাত্রার বেশিরভাগ সময় দাঁড়িয়েই কাটাতে হয়৷ কেননা কখনওই তিনি নিজের আসনের পূর্ণ দখল পাননি৷ অভিযোগ জানাতে টিটি বা রেলওয়ে আধিকারিকদের খোঁজ করেছিলেন, কিন্তু কাজের সময় কাউকেই পাননি৷ ফলে আর কোনও দ্বিধা না করে উপভোক্তা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷
[ অভিযোগ জানাতে এসে থানার ভিতরেই শ্লীলতাহানির শিকার দুই বোন ]
এই অভিযোগের বিচারেই বড় খেসারত দিতে হচ্ছে ভারতীয় রেলকে৷ ওই ব্যক্তিকে ৭৫,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির উপভোক্তা কমিশন৷ পাশাপাশি জেলা ফোরামের তরফে বলা হয়েছিল, ক্ষতিপূরণের এক তৃতীয়াংশ যেন ওই চেকারের বেতন থেকে কাটা হয়৷ কেন দায়িত্বপ্রাপ্ত চেকার এই সমস্যার সুরাহা করতে পারলেন না, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কমিশনও সেই নির্দেশই বহালই রেখেছে৷সুতরাং এই ভিত্তিতে সংরক্ষিত আসনে অন্য কেউ বসে থাকলে যে কেউই উপযুক্ত ক্ষতিপূরণ পেতে পারেন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.