Advertisement
Advertisement

সংরক্ষিত আসনে বসে অন্য কেউ? ক্ষতিপূরণ মিলতে পারে ৭৫,০০০ টাকা

কীভাবে এই ক্ষতিপূরণ এক যাত্রী পেলেন জানেন?

 Indian railways ordered to pay Rs.75,000 to Passenger whose seat was occupaied by unauthorised person
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2017 1:51 pm
  • Updated:June 4, 2017 1:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংরক্ষিত আসনে বসে ছিলেন অন্য কেউ৷ রেলের কর্মীরা তার কোনও সুরাহা করতে পারেননি৷ ফলত হেনস্তার শিকার হতে হয়েছিল এক যাত্রীকে৷ তার উপযুক্ত ক্ষতিপূরণও পেলেন তিনি৷ ভারতীয় রেলকে ৭৫,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল উপভোক্তা কমিশন৷

[ চিট ফান্ড প্রতারণা কাণ্ডেও জড়িত ছিল বিহারের ‘টপার’ ]

Advertisement

ঘটনা ২০১৩ সালের৷ বিশাখাপত্তনম থেকে নয়াদিল্লি ফিরছিলেন দিল্লিরই বাসিন্দা ভি বিজয় কুমার৷ কিন্তু দক্ষিণ এক্সপ্রেসে উঠে দেখেন তাঁর সংরক্ষিত আসনে বসে আছেন অন্য কেউ৷ হাঁটুর ব্যথার কারণে লোয়ার বার্থ বুক করেছিলেন৷ তা নিশ্চিতও ছিল৷ কিন্তু শেষমেশ দেখেন সিটের দখলদারি নিয়ে নিয়েছেন অন্য কেউ৷ বলে কয়েও কোনও সুরাহা হয়নি৷ উপরন্তু সংরক্ষণ ছাড়াই আসনে বসে ওই ব্যক্তি চেঁচামেচি শুরু করে দেন৷ তাতে তিনি নিজে অপ্রস্তুত তো হনই, সহযাত্রীরাও অসুবিধায় পড়েন৷ কুমারের দাবি, হাঁটুর যন্ত্রণা নিয়েও তাঁকে যাত্রার বেশিরভাগ সময় দাঁড়িয়েই কাটাতে হয়৷ কেননা কখনওই তিনি নিজের আসনের পূর্ণ দখল পাননি৷ অভিযোগ জানাতে টিটি বা রেলওয়ে আধিকারিকদের খোঁজ করেছিলেন, কিন্তু কাজের সময় কাউকেই পাননি৷ ফলে আর কোনও দ্বিধা না করে উপভোক্তা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তিনি৷

Advertisement

[ অভিযোগ জানাতে এসে থানার ভিতরেই শ্লীলতাহানির শিকার দুই বোন  ]

এই অভিযোগের বিচারেই বড় খেসারত দিতে হচ্ছে ভারতীয় রেলকে৷ ওই ব্যক্তিকে  ৭৫,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লির উপভোক্তা কমিশন৷ পাশাপাশি জেলা ফোরামের তরফে বলা হয়েছিল, ক্ষতিপূরণের এক তৃতীয়াংশ যেন ওই চেকারের বেতন থেকে কাটা হয়৷ কেন দায়িত্বপ্রাপ্ত চেকার এই সমস্যার সুরাহা করতে পারলেন না, সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ কমিশনও সেই নির্দেশই বহালই রেখেছে৷সুতরাং এই ভিত্তিতে সংরক্ষিত আসনে অন্য কেউ বসে থাকলে যে কেউই উপযুক্ত ক্ষতিপূরণ পেতে পারেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ